পিসিবির দায়িত্ব ছাড়লেন শোয়েব মালিক
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেন্টরের পদ ছাড়লেন শোয়েব মালিক। সপ্তাহ দুয়েক আগেই বোর্ডকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডার। যদিও তার চুক্তির মেয়াদ ছিল আরও দুই বছর। গত আগস্টে মালিকসহ মোট পাঁচজনকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি। মাসিক ৫ লাখ পাকিস্তানি রুপি বেতন পেতেন তিনি। তবে সম্প্রতি ব্যক্তিগত ব্যস্ততায় বোর্ডকে সময় দিতে পারছেন না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মালিক। মালিক বলেন, ‘এ সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে অন্যান্য জায়গায় আমার যে ব্যস্ততা, সেসব ভাবনায় রেখে মনে হয়েছেÑ পাকিস্তানের ক্রিকেট এবং আমার অন্যান্য দায়িত্ব ও ব্যক্তিগত প্রাধান্যের কাজগুলো, কোথাও নিজের সেরাটা দিতে পারব নাÑ এতগুলো কাজ একসঙ্গে চালিয়ে গেলে।’
পিসিবির দায়িত্ব ছাড়ার এটিই উপযুক্ত সময় বলে মনে করছেন মালিক।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র