শেষটা রাঙাতে পারবেন কি ডি মারিয়া
জগতের বড় বড় ক্লাবে তিনি খেলেছেন। আর্জেন্টিনার হয়ে বিশ^কাপ ও কোপা আমেরিকাও তার হাতে এসেছে। সেই তিনি ২০২৪ কোপা আমেরিকার পর অবসরের ঘোষণা দিলেন।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকায় শেষ বারের মতো দেশের জার্সিতে দেখা যাবে তাকে। গত বছর কাতারে ফিফা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে গোলও করেন তিনি। বৃহস্পতিবার অবসরের কথা ঘোষণা করেন ডি মারিয়া। সেখানেই কোপা আমেরিকার কথা বলেন তিনি। ২০০৮-এ নীল-সাদা জার্সিতে খেলা শুরু করেন এই তারকা উইঙ্গার। দেশের হয়ে এখন পর্যন্ত খেলেছেন মোট ১৩৬টি ম্যাচ। উল্লেখ্য, মোট চারটি বিশ্বকাপে দেখা গিয়েছে ডি মারিয়াকে।
চলতি সপ্তাহের বুধবার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের খেলায় ঘরের মাঠে ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। এর পর নিজের অবসর ঘোষণা করে দেন ডি মারিয়া। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানেই অবসরের কথা জানান তিনি। তিনি বলেন, ‘কোপা আমেরিকাতেই শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে খেলব। এটা যে কতটা যন্ত্রণার সেটা বলে বোঝাতে পারব না। কিন্তু ক্যারিয়ারের সমস্ত সুন্দর মুহূর্তগুলোকে নিয়ে জাতীয় দলকে বিদায় জানাচ্ছি। ওই জার্সির সঙ্গে মিশে আছে ঘাম আর মাঠের সেই সমস্ত দারুণ ঘটনা। যার জন্য সব সময় গর্ব বোধ করেছি।’Ñসোশ্যাল মিডিয়ায় লিখেছেন আর্জেন্টিনার তারকা উইঙ্গার। এর পাশাপাশি সতীর্থ খেলোয়াড় থেকে শুরু করে পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ডি মারিয়া। পোস্টে তিনি লেখেন,‘তোমাদের ভালোবাসা কখনো ভুলব না। খারাপ সময়েও তোমরা পাশে ছিলে। এই স্মৃতিগুলো মনে থেকে যাবে। ২০১৮-র বিশ্বকাপের পর ডি মারিয়ার ক্যারিয়ার শেষ হতে চলেছে বলে অনেকেই মনে করেছিলেন। কিন্তু তাকে টিমে ফেরান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোলানি। তার নির্দেশমতো খেলার স্টাইলে কিছু পরিবর্তন করেন তিনি। আর সেখানেই আসে সাফল্য। পর পর ম্যাচে গোল পান ডি মারিয়া।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র
গত বছর বিশ্বকাপ জয়ের পর পর্তুগালের বেনফিকাতে যোগ দেন আর্জেন্টিনার এই উইঙ্গার। ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। এই ক্লাবে ডি মারিয়ার সাফল্য সবচেয়ে বেশি। এ ছাড়া রিয়াল মাদ্রিদ, প্যারিস সেইন্ট জার্মেই ও ম্যানচেস্টার উইনাইটেডে খেলেছেন এই তারকা ফুটবলার। আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানানোর পর ডি মারিয়া নতুন কোনো ক্লাবে যোগ দেন কিনা, সেটাই এখন দেখার।
আরও পড়ুন:
বিপাকে আলভেস