স্পিনে ভরসা রাচিনের

ক্রীড়া প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
স্পিনে ভরসা রাচিনের

বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে সিলেটে এসেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবিন্দ্র। ভারতে শেষ হওয়া বিশ^কাপে তিনি দেখিয়ে দিয়েছেন মূলত স্পিনার হলেও ব্যাটিংয়ে বেশ ভালো তিনি। ২৮ নভেম্বর প্রথম টেস্ট ম্যাচটি রয়েছে। সে ম্যাচের আগে নিজের ভাবনা প্রকাশ করেছেন সরলভাবে। যদিও সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি রয়েছে ৬ ডিসেম্বর মিরপুরে।

রাচিন মনে করেন সিলেটের পিচ স্পিনবান্ধব হবে। তিনি মনে করেন ব্যাটাররা বেশ কঠিন পরীক্ষা দেবে এখানে। ২০২১ সালে তিনি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন। তিনি বাঁহাতি স্পিনার। পিচ দেখে যা ভেবেছেন তাই বললেন, ‘আমাদের শক্তিশালী স্পিন আক্রমণ আছে, জেজি (এইজাজ প্যাটেল), স্যান্টনার, ইশ (সোধি) ও জিপি (গ্লেন ফিলিপস) আছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করব এবং সোধি ও জেজির এখানে খেলার অভিজ্ঞতা আছে অনেক এবং তারা জানে এখানে কী করলে ভালো হবে। কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করব। প্রত্যেকেই ভিন্নরকমের বোলার। এটা স্পিন আক্রমণের ভারসাম্য বাড়িয়েছে।’

আগেও তিনি এখানে খেলে গেছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘২০২১ সালে এখানের উইকেট আকর্ষণীয় ছিল। আমার মনে হয় এখানে ব্যাট করা কিছুটা কঠিন হবে। কিন্তু বল করা দারুণ ব্যাপার হবে। স্পিনাররা আরেকটু বেশি পেস পাবে। স্পিনাররাই বেশি সুবিধা পাবে তাই জায়গামতো বল করতে হবে এবং এর সঙ্গে গতি কাজে লাগাতে পারলে সাফল্য পাওয়া যাবে।’

আরও পড়ুন:

বিপাকে আলভেস

পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক নিউজিল্যান্ডের স্পিন বোলিং কোচ। তিনি বাংলাদেশেও কাজ করে গেছেন। রাচিন বেশ মুগ্ধ সাকলাইনের ব্যাপারে। তিনি বলেন, ‘সাকলাইন অনেক বড় মাপের কোচ। আমি তার সঙ্গে অল্প কিছু সময় কাটিয়েছি। গত এপ্রিল-মেতে পাকিস্তান সিরিজের আগে তার সঙ্গে কাজ করেছি এবং সে আমাকে

অনেক সাহায্য করেছে। শুধু আমি নয় গ্রুপের সব স্পিনারই তার কাছ থেকে সাহায্য পেয়েছে। তার সঙ্গে আবারও কাজ করতে পারে দারুণ আনন্দিত আমি। তার সঙ্গে ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে, বোলিং নিয়েও, জীবন নিয়েও।’

ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার রাচিন রবিন্দ্র। তার জন্মের পর ভারতের সাবেক তারকা রাহুল দ্রাবিড় ও শচিন টেন্ডুলকারের নামের সঙ্গে মিল রেখেই ক্রিকেটপাগল রবি কৃষ্ণমূর্তি ছেলের নাম রেখেছিলেন ‘রাচিন’। ভারতের মাটিতে রাচিন স্মরণীয় এক বিশ^কাপ খেলে গেছেন। বিশ^কাপ জিততে না পারলেও বড় ক্রিকেটার হয়েছেন সেটা প্রমাণ করে গেলেন। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের সামনে অনেক দিন পড়ে রয়েছে।