এমসিসির আজীবন সদস্যপদ পেলেন মঈন ও ল্যানিং

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫, ২১:৩৮
শেয়ার :
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন মঈন ও ল্যানিং

মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী ও অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার মেগ ল্যানিং। আজ বৃহস্পতিবার এই সম্মাননা দেওয়ার ঘোষণা দেয় এমসিসি। গত দুই বছরের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা এই দুজন ক্লাবের এই কাঙ্ক্ষিত সদস্যপদ গ্রহণের প্রস্তাবে সম্মত হয়েছে।

২০১৪ সালে লর্ডসে টেস্ট অভিষেক হয় মঈনের। সব মিলিয়ে ইংল্যান্ডের হয়ে ৬৮টি টেস্ট, ১৩৮টি ওয়ানডে এবং ৯২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সব সংস্করণ মিলিয়ে ৬ হাজার ৬৭৮ রান ও ৩৬৬ উইকেট আছে এই অফ স্পিনার অলরাউন্ডারের। তিনি দুবার অ্যাশেজ, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। টেস্টে হ্যাটট্রিকও আছে তার। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ডও মঈনের দখলে।

এমসিসির সদস্যপদ পেয়ে গর্বিত মঈন বলেন, ‘এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়াটা সত্যিই এক বিরাট সম্মানের। এত ক্রিকেট গ্রেটদের সঙ্গে তালিকাভুক্ত হওয়া সত্যিই অন্য অনুভূতি। এর জন্য আমি ক্লাবের কাছে সত্যিই কৃতজ্ঞ, কারণ এইচএলএম (আজীবন সদস্য) হওয়াটা খুবই বিশেষ। আমি সবসময় লর্ডসে খেলা উপভোগ করতাম এবং এমন ঐতিহাসিক ভেন্যুতে হাঁটতে পারাটা ছিল এক অবিশ্বাস্য অনুভূতি।’

এদিকে, মাত্র ১৮ বছর বয়সে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয়েছিল মেগ ল্যানিংয়ের। ১৩ বছরের ক্যারিয়ারে নারী ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার ছিলেন তিনি। ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জিততে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ৩ সংস্করণ মিলিয়ে ১৭টি সেঞ্চুরি আছে ল্যানিংয়ের। ২৪১ ম্যাচ খেলা এই তারকা ১৮২ ম্যাচেই দিয়েছেন নেতৃত্ব। আন্তর্জাতিক ক্রিকেটে ৮ হাজার ৩৫২ রান আছে তার। 

ল্যানিং বলেছেন, ‘এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়ে, একটি মর্যাদাপূর্ণ ক্লাবের অংশ হতে পেরে এবং অস্ট্রেলিয়া ও বিশ্বের বিভিন্ন প্রান্তের অসাধারণ ক্রিকেটারদের পদাঙ্ক অনুসরণ করতে পেরে আমি আনন্দিত। আন্তর্জাতিক এবং ঘরোয়া উভয় ক্ষেত্রেই লর্ডসে খেলা সবসময়ই একটি বিরাট সুযোগ, এবং আমি এই আমন্ত্রণ গ্রহণ করতে পেরে সম্মানিত বোধ করছি।’