ভুটানে ২৮-০ গোলে জয়ের ম্যাচে বাংলাদেশি ফুটবলারদের ২৫, সাবিনার একাই ৯

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫, ২০:৪২
শেয়ার :
ভুটানে ২৮-০ গোলে জয়ের ম্যাচে বাংলাদেশি ফুটবলারদের ২৫, সাবিনার একাই ৯

ভুটানের উইমেন’স লিগে খেলতে গেছেন বাংলাদেশের একঝাঁক তারকা নারী ফুটবলার। সেখানে গিয়ে তুমুল ফর্মে আছেন তারা। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মাতসুশিমা সুমাইয়ারা খেলছেন ভুটানের পারো এফসির হয়ে। ক্লাবটি আজ বৃহস্পতিবার স্যামতসের বিরুদ্ধে জয় পেয়েছে ২৮-০ ব্যবধানে। 

বিশাল ব্যবধানের এই জয়ে বাংলাদেশি ফুটবলাররাই করেছেন ২৫ গোল। এর মধ্যে একাই ৯ গোল দিয়েছেন সাবিনা। এছাড়া মনিকা চাকমা ৭টি ও মাতসুশিমা সুমাইয়া দিলেন ৫টি গোল। হ্যাটট্রিক করে ৪ গোল আদায় করেছেন ঋতুপর্ণা চাকমা। 

ম্যাচের অষ্টম মিনিটে শুরু হয় সাবিনার গোল উৎসব। বক্সে ঢুকে দারুণ এক শটে গোল আদায় করেন সাবিনা। এরপর ২৬তম মিনিট ও ৩১তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশ অধিনায়ক। এরপর দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটের মধ্যে ডাবল হ্যাটট্রিক পূরণ করেন দুইবার সাফজয়ী এই অধিনায়ক। পরে আরও ৩ বার গোলের মুখ দেখেন এই ফরোয়ার্ড। 

বল নিয়ে ছুটছেন সাবিনা ও ঋতুপর্ণার সঙ্গে সাবিনার উচ্ছ্বাস ভাগাভাগি। ছবি: সংগৃহীত

অন্যদিকে, ৭ গোল দেওয়া মনিকা প্রথম গোল আদায় করেন ১৯তম মিনিটে। বাঁ পায়ের দৃষ্টিনন্দন শটে বল জালে জড়ান তিনি। ২৮ ও ৩৮তম মিনিটে গোল দিয়ে হ্যাটট্রিকও পূরণ করেন তিনি। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দেওয়া এই বাংলাদেশি মিডফিল্ডার হ্যাটট্রিক পূরণ করেন ৭৩তম মিনিটে। পরে জালের দেখা পান আরও একবার। 

সুমাইয়া একটু দেরিতেই গোলের খাতা খোলেন। ৩৬তম মিনিটে প্রথম গোল দেওয়ার পর ৩৮তম ও ৫২তম মিনিটে গোল দিয়ে পূরণ করেন হ্যাটট্রিক। পরে আরও দুইবার গোল দেন এই ফরোয়ার্ড। ঋতুপর্ণা তার গোলের খাতা খোলেন দ্বিতীয়ার্ধে। ৫৩তম মিনিটে দৃষ্টিনন্দন শটে গোল আদায় করেন তিনি। ৬৪মিনিটে আবারও গোল দেন তিনি। আর ৭৭তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ও ৮১ মিনিটে চতুর্থ গোল দেন ঋতুপর্ণা।