পাকিস্তানের সঙ্গে সংঘাত /

আরশাদের সঙ্গে সম্পর্ক আর রাখবেন না ভারতের নীরজ

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫, ১৮:৩৯
শেয়ার :
আরশাদের সঙ্গে সম্পর্ক আর রাখবেন না ভারতের নীরজ

ভারত-পাকিস্তানের মধ্যকার সংঘাতের পর ফুঁসে উঠেছিলেন দুই দেশের ক্রীড়া তারকারাও। এর জের হিসেবে সম্পর্কে অবনতি হয়েছে দুই দেশের ক্রীড়াবিদদের মধ্যে সম্পর্ক। পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর সেদেশের অলিম্পিক পদকজয়ী ‘জ্যাভলিন থ্রোয়ার’ আরশাদ নাদিমের সঙ্গে সম্পর্ক না রাখার ঘোষণা দিয়েছেন একই খেলায় ভারতীয় তারকা নীরজ চোপড়া। 

সংঘাতের পর সম্পর্ক না রাখার ঘোষণা দিলেও তার আগে দুজনের মধ্যে বেশ ভালো রকমের যোগাযোগই ছিল। নিজের নামাঙ্কিত প্রতিযোগিতায় আরশাদকে আমন্ত্রণও জানিয়েছিলেন নীরজ। যদিও সেটি নিয়ে বিতর্ক হয়েছিল। এবার নীরজ জানিয়েছেন, আরশাদ মূলত কখনোই তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না। তবে সম্পর্ক যেটুকু ছিল, সেটিও ভারত-পাকিস্তান সংঘাতের পর সেটাও আর থাকবে না।

টোকিয়ো অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন নীরজ। বর্তমানে অংশগ্রহণ করছেন দোহার ডায়মন্ড লিগে। তার আগে নাদিমকে নিয়ে জানতে চাওয়া হলে নীরজ বলেন, ‘সবার আগে একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই, আমার সঙ্গে কখনোই আরশাদ নাদিমের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। হ্যাঁ, আমরা দু’জনেই খেলোয়াড়। সেই হিসাবে আমরা মাঝেসাঝে কথা বলি ঠিকই। অ্যাথলেটিক্স জগত এবং তার বাইরেও বিশ্বের অনেকের সঙ্গেই আমার ভালো বন্ধুত্ব রয়েছে। তাছাড়া, কেউ আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বললে আমিও তার সঙ্গে সম্মানের সঙ্গেই কথা বলি।’

আরশাদের সঙ্গে ভবিষ্যতের সম্পর্ক নিয়ে নীরজ বলেন, ‘জ্যাভলিন ছোড়ে, এমন খেলোয়াড়ের সংখ্যা খুব বেশি নয়। প্রত্যেকেই দেশের জন্য লড়াই করে এবং নিজেদের সেরাটা দিতে চায়। আগামী দিনেও সেটাই হবে। এখন যা পরিস্থিতি তাতে আমাদের (নীরজ এবং আরশাদ) সম্পর্কটা আগের মতো থাকবে না।’

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের রক্তক্ষয়ী হামলার পর পাকিস্তানের কোনো তারকাই তেমন মুখ খোলেননি। তবে ভারত পাকিস্তানের অভ্যন্তরে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালালে পাকিস্তানের ক্রীড়াবিদরা সরব হয়ে ওঠে। সেসময় নিজের দেশের পতাকাসহ একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে আরশাদ লিখেছিলেন, ‘পাকিস্তান জিন্দাবাদ’।