আবারও পিএসএল থেকে খেলোয়াড় ছিনতাই আইপিএলের

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫, ১৬:৪৫
শেয়ার :
আবারও পিএসএল থেকে খেলোয়াড় ছিনতাই আইপিএলের

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে টুর্নামেন্টের আগেই আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার করবিন বশ। এরপর গ্লেন ম্যাক্সওয়েল ইনজুরিতে পড়লে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি থেকে মিচেল ওয়েনকে নেওয়ার ঘোষণা দেয় পাঞ্জাব কিংস। যদিও পেশোয়ারের হয়ে খেলার পরই পাঞ্জাবে ভেড়ার কথা ছিল তার। 

এবার পিএসএল চলার মাঝপথেই আরও এক ক্রিকেটারকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় আইপিএলের দল গুজরাট টাইটানস। জাতীয় দলের দায়িত্ব পালন করতে বাকি আইপিএল খেলতে পারবেন না জস বাটলার। তাই পিএসএলে খেলা শ্রীলংকান ক্রিকেটার কুশল মেন্ডিসকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় গুজরাট। 

পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলছিলেন কুশল। টুর্নামেন্টে দারুণ ফর্মে ছিলেন তিনি। ৫ ম্যাচে ১৬৮ স্ট্রাইকরেটে ১৪৩ রান করেছেন তিনি। তবে ভারত-পাকিস্তান সংঘাতের পর ফের পাকিস্তানে যেতে রাজি হননি তিনি। আইপিএলে তাই প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন তিনি। 

এর আগে, বহু নিলামে নাম লেখালেও তাকে কেনেনি কেউ। বর্তমানে ভারতের ভিসার অপেক্ষায় আছেন তিনি। আগামী শনিবার তিনি গুজরাটের স্কোয়াডে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও গুজরাটের উইকেটকিপার ব্যাটার হিসেবে অনুজ রাওয়াত ও কুমার কুশাগ্রা আছেন, তবে কোনো ঝুঁকি নিতে চাইছে না গুজরাট। 

১১ ম্যাচ থেকে ৮ জয় ও ৩ হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে গুজরাট। সমান পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে দুইয়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর একটি জয় পেলেই প্লে অফ নিশ্চিত হবে গুজরাট ও বেঙ্গালুরুর।