এসি মিলানকে হারিয়ে ৫১ বছর পর চ্যাম্পিয়ন বোলোনিয়া

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫, ১০:০৩
শেয়ার :
এসি মিলানকে হারিয়ে ৫১ বছর পর চ্যাম্পিয়ন বোলোনিয়া

ইতালিয়ান কাপের ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ পাঁচ দশকের শিরোপা খরা কাটাল বোলোনিয়া। বুধবার রোমের অলিম্পিক স্টেডিয়ামে ৫১ বছর পর প্রতিযোগিতাটির ফাইনালে উঠেই বাজিমাত করল বোলোনিয়া।

বোলোনিয়া ইতালির শীর্ষ লিগ সেরি আয় সাতবারের চ্যাম্পিয়ন। তবে প্রতিযোগিতাটিতে তারা সবশেষ সাফল্য পেয়েছে ছয় দশকেরও বেশি সময় আগে, ১৯৬৩-৬৪ মৌসুমে। শীর্ষ পর্যায়ের ফুটবলে এর আগে সবশেষ তারা শিরোপা স্বাদ পেয়েছিল এই ইতালিয়ান কাপেই, ১৯৭৩-৭৪ মৌসুমে।

এদিন বিরতির পর ডেডলক ভাঙতে খুব একটা দেরি করেনি বোলোনিয়া। ৫৩তম মিনিটে পাসিং ফুটবলে শাণানো আক্রমণে ডি-বক্সে সতীর্থের পাস ধরে, জায়গা বানিয়ে জোরাল শটে গোলটি করেন সুইস ফরোয়ার্ড দান এনদোয়ে।

এদিকে এবারের সিরিআতেও মিলানের সময়টা ভালো কাটছে না। দুই রাউন্ড বাকি থাকতে ৬০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে তারা। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে সাত নম্বরে বোলোনিয়া।