নাটকীয় জয়ে বার্সার উদ্‌যাপন পিছিয়ে দিল রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫, ০৯:৪৬
শেয়ার :
নাটকীয় জয়ে বার্সার উদ্‌যাপন পিছিয়ে দিল রিয়াল

আক্রমণের বন্যা বইয়ে দিলেও এক সময় হারের শঙ্কা পেয়ে বসে রিয়াল মাদ্রিদের সামনে। তবে কিলিয়ান এমবাপ্পে দলকে ম্যাচে ফেরানোর পর শেষ সময়ে বল জালে পাঠালেন ইয়াকোবো রামন। রিয়াল মায়োর্কার বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ে লা লিগার শিরোপা লড়াই আরেকটু জিইয়ে রাখল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে মার্তিন ভালিয়েন্ত শুরুতে মায়োর্কাকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে চমৎকার গোলে সমতা ফেরান এমবাপ্পে। যোগ করা সময়ের শেষ মিনিটে ব্যবধান গড়ে দেন রামন। রিয়ালের হয়ে ২০ বছর বয়সী ডিফেন্ডারের প্রথম গোল এটি।

যদি এই ম্যাচে রিয়াল জিততে ব্যর্থ হতো, তবে মাঠে না নেমেই তিন ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেত বার্সেলোনার। হান্সি ফ্লিকের দলের অপেক্ষা একটু বাড়ল। অবশ্য বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে জিতলেই শিরোপা পুনরুদ্ধার করবে কাতালান দলটি।

এদিন রক্ষণের দুর্বলতায় একাদশ মিনিটে গোল হজম করে রেয়াল। ডান দিক থেকে মায়োর্কার সামু কস্তার শট বক্সের বাইরে রেয়াল ডিফেন্ডার ফ্রান গার্সিয়া গতি রোধ করলেও ভেতরে আলগা বল পেয়ে যান অরক্ষিত মার্তিন ভালিয়েন্ত, বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।

বিরতির পর এমবাপ্পের দারুণ গোলে ৬৮তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। মদ্রিচের পাস ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। দুই পাশে প্রতিপক্ষের দুই ডিফেন্ডার, কাছাকাছি আরও দুজন, সব চ্যালেঞ্জ সামলে গোলরক্ষককে পরাস্ত করেন বিশ্বকাপ জয়ী তারকা।

ম্যাচের পাঁচ মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে রামনের ওই গোল। রিয়ালের কর্নার ক্লিয়ার হওয়ার পর বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে বক্সের ঠিক বাইরে হেড করেন বদলি খেলোয়াড় হেসুস ভালেহো, মায়োর্কার ডিফেন্ডার ওপরে বলের দিকে তাকিয়ে ছিলেন, তার পেছন থেকে দারুণ ভলিতে বল জালে পাঠান রামন। উল্লাসে ফেটে পড়ে গোটা বার্নাব্যু।

৩৬ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। ৩৬ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে মায়োর্কা।