বৃথা গেল আকবরের ১৩১, রুদ্ধশ্বাস ম্যাচে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৫, ১৮:৫১
শেয়ার :
বৃথা গেল আকবরের ১৩১, রুদ্ধশ্বাস ম্যাচে হারল বাংলাদেশ

১১০ বলে ১৩১ রানের আগ্রাসী ইনিংস খেললেন অধিনায়ক আকবর আলী। তবে জিশান আলম ছাড়া বাকি কেউই দলকে তেমন সহায়তা করতে পারেননি। তাতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের দেওয়া ৩৩৩ রানের লক্ষ্যে ম্যাচ জমিয়ে তুললেও বাংলাদেশ ইমার্জিং দলকে দেখতে হয়েছে ১০ রানের হার। 

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। জবাব দিতে নেমে নির্ধারিত ৫০ ওভারের ২ বল বাকি থাকতে সবগুলো উইকেট হারিয়ে ৩২২ রান করে বাংলাদেশ। ৩ ম্যাচের এই ওয়ানডে সিরিজের প্রথমটি জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ প্রোটিয়ারা জেতায় সিরিজে এখন ১-১ সমতা। 

প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার এন্টানডোয়েস্কি জুমা ১১ ও মিকায়েল প্রিন্স ৩০ রান করে বিদায় নিলেও পরের তিন ব্যাটারই পেয়েছেন অর্ধশতকের দেখা। ৬৮ বলে ৫০ রান করে আউট হয়েছেন তিনে নামা অ্যান্ডিল মোগাকেন। তবে দলটির চার ও পাঁচে নামা দুই ব্যাটার কনর এস্টারহুইজেন ও ডিন ফরেস্টার ছিলেন ব্যাট হাতে চরম আগ্রাসী। দুজনই নার্ভাস নাইন্টিতেই থেমেছেন। 

এস্টারহুইজেন ৬৮ বলে ৯১ রান করে আউট হলেও ৫৯ বলে ৯৬ রান করে অপরাজিত ছিলেন ফরেস্টার। তবে শেষের দিকে কেউ কার্যকরী ইনিংস খেলতে না পারায় ৩৩২ রানে থামে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট সংগ্রহ করেছেন মারুফ মৃধা, রিপন মন্ডল এবং মাহফুজুর রহমান রাব্বি। 

৩৩৩ রানের লক্ষ্যে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। আগের ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহক মাহফিজুল ইসলাম রবিন এদিন শুরুতেই আউট হয়েছেন। যদিও ৩৪ বলে ফিফটি করে বেশ সফল ছিলেন আরেক ওপেনার জিশান আলম। তিনে নেমে ব্যর্থ রায়হান রাফসান। ২০ বলে করেছেন ৯ রান। 

বাংলাদেশ ভুগেছে মিডল অর্ডারে নেমে আরিফুল ইসলাম বেশি ডট বল খেলায়। ৫৯ বলে মাত্র ৩৫ রান এসেছে তার ব্যাটে। তবে দুর্দান্ত খেলে দলকে বিপদমুক্ত করেন আকবর। তবে বাংলাদেশকে জয়ের পথ দেখালেও শেষের ব্যাটারদের ব্যর্থতায় তীরে গিয়েও তরী ডুবেছে টাইগারদের। ১০ রানের হারে এলো সিরিজে সমতা।