দক্ষিণ আফ্রিকার কঠিন সিদ্ধান্তে বিপাকে ভারতীয় বোর্ড

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৫, ১৬:১২
শেয়ার :
দক্ষিণ আফ্রিকার কঠিন সিদ্ধান্তে বিপাকে ভারতীয় বোর্ড

ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে পিছিয়ে গেছে আইপিএলের সূচি। আগামী ২৫ মে টুর্নামেন্টটি শেষ হওয়ার কথা থাকলেও সেটি শেষ হবে ৩ জুন। আইপিএলের এই পরিবর্তিত সূচি সাংঘর্ষিক হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচির সঙ্গে। 

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর ফের আইপিএল শুরু হচ্ছে ১৭ মে। সংঘাতের সময় অনেকেই নিজ দেশের উদ্দেশে উড়াল দিয়েছিলেন, অনেকে আবার রওনা দেননি। তবে নতুন করে আইপিএল শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিগুলোতে বিদেশি ক্রিকেটারদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে এতে চটেছে দক্ষিণ আফ্রিকা। 

ইংল্যান্ডের লন্ডনের লর্ডসে ১১ থেকে ১৫ জুন সময়ে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার আগে আছে প্রস্তুতি ম্যাচও। তাই ম্যাচ শুরুর বেশ আগেই ডাকা হয়েছে প্রোটিয়া ক্রিকেটারদে। ওই ম্যাচের স্কোয়াডে আছেন বর্তমানে আইপিএলে খেলা ৮ ক্রিকেটার। আগামী ২৬ মে’র মধ্যে আইপিএল খেলা সব প্রোটিয়া ক্রিকেটারকে দেশে ফিরতে বলা হয়েছে। আগের সূচি হিসেবে, টুর্নামেন্ট যেহেতু ২৫ জুন হওয়ার কথা ছিল, তাই ২৬ মে এই তারিখ আগেই নির্ধারিত। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আছেন করবিন বশ (মুম্বাই ইন্ডিয়ানস), উইয়ান মুল্ডার (সানরাইজার্স হায়দরাবাদ), মার্কো জেনসেন (পাঞ্জাব কিংস), এইডেন মার্করাম (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস), লুঙ্গি এনগিডি (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), কাগিসো রাবাদা (গুজরাট টাইটানস), রায়ান রিকেলটন (মুম্বাই ইন্ডিয়ানস), ও ট্রিস্টান স্টাবস (দিল্লি ক্যাপিটালস)। এদেরকে পাওয়ার জন্য অবশ্য দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে এখনো পর্যন্ত কঠোর অবস্থানেই আছে প্রোটিয়া বোর্ড। 

যদিও উল্লিখিত ৮ ক্রিকেটার ছাড়াও একঝাঁক প্রোটিয়া ক্রিকেটারকে পাচ্ছে আইপিএল। এর মধ্যে আছেন- ডেওয়াল্ড ব্রেভিস (চেন্নাই সুপার কিংসের বদলি খেলোয়াড়), ফাফ ডু প্লেসিস এবং ডোনোভান ফেরেইরা (দিল্লি ক্যাপিটালস), জেরাল্ড কোয়েটজি (গুজরাট টাইটানস), কুইন্টন ডি কক এবং আনরিখ নোর্কিয়া (কলকাতা নাইট রাইডার্স), ডেভিড মিলার, ম্যাথু ব্রিটজকে (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস), নান্দ্রে বার্গার, কোয়েনা মাফাকা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস (রাজস্থান রয়্যালস) এবং হেনরিখ ক্লাসেন (সানরাইজার্স হায়দ্রাবাদ)।