ধর্মশালা স্টেডিয়ামের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্টার্কের স্ত্রী হিলি
আইপিএল চলাকালীন ভারতের ধর্মশালা স্টেডিয়ামে ঘটে যাওয়া এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দলের ক্রিকেটার ও মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি। তিনি জানান, ৮ মে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচের সময় হঠাৎ করে স্টেডিয়ামের কিছু ফ্লাডলাইট নিভে যায়। এরপর নিরাপত্তা হুমকির কারণে ম্যাচটি মাঝপথে বন্ধ করে দেওয়া হয় এবং দর্শক ও খেলোয়াড়দের দ্রুত স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়।
একটি পডকাস্টে হিলি বলেন, ‘আমরা স্ট্যান্ডে বসে ছিলাম, হঠাৎ করে কিছু লাইট নিভে গেল। এরপর একজন স্টাফ সদস্য এসে বললেন, 'আমাদের এখনই চলে যেতে হবে।' আমরা কিছুই বুঝতে পারছিলাম না। পরে জানতে পারি, স্টেডিয়াম থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, যার ফলে পুরো এলাকায় ব্ল্যাকআউট হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের একটি ছোট ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে সবাই খুব চিন্তিত ছিল। ফাফ ডু প্লেসিস এমনকি জুতাও পরেননি। এরপর আমাদের ভ্যানে করে হোটেলে নিয়ে যাওয়া হয়। পুরো পরিস্থিতি ছিল বিশৃঙ্খল।’
এই ঘটনার পর, আইপিএল সাময়িকভাবে স্থগিত করা হয় এবং পরে ১৭ মে থেকে পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। হিলি এই অভিজ্ঞতাকে ‘অত্যন্ত ভীতিকর’ বলে উল্লেখ করেছেন এবং বলেন, ‘সবচেয়ে ভয়ংকর ছিল তথ্যের অভাব ও ভুল তথ্যের প্রচার।’
এদিকে এই অভিজ্ঞতা অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে যখন আইপিএল ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময়সূচি একে অপরের কাছাকাছি।