আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বেগ জানিয়েছে ভারত। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এ উদ্বেগের কথা জানান।
রণধীর জয়সওয়াল বলেন, ‘যথাযথ প্রক্রিয়া ছাড়া আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ উদ্বেগের বিষয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক ও রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশে শিগগির অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ওপর ভারত জোর দেয়।’
আরও পড়ুন:
‘হামাসকে ধ্বংস করা যাবে না’
উল্লেখ্য, গতকাল সোমবার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। পরে নির্বাচন কমিশনও (ইসি) দলটির নিবন্ধন স্থগিত করে।
এর আগে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। সেদিনই পালিয়ে ভারতে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার