ফাইনালের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসশিপ ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যেখানে চোট কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।
আগামী ১১ জুন লর্ডসে ফাইনাল অনুষ্ঠিত হবে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
সবশেষ শ্রীলংকা সফরের মাঝপথে ঘরোয়া ক্রিকেটে খেলতে দেশে ফেরা তরুণ ব্যাটার স্যাম কনস্টাস টিকে গেছেন দলে। আর বিকল্প স্পিনার হিসেবে অনুমিতভাবেই দলে আছেন ম্যাথু কুনেমান। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরে দুই টেস্টে ১৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ছিলেন এই বাঁহাতি স্পিনার।
তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার একাদশে বাইরে থাকার সম্ভাবনাই বেশি। একমাত্র স্পিনার হিসেবে ন্যাথান লায়নেরই খেলার কথা। তবে ফাইনালের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে কুনেমানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে।
এই একই স্কোয়াড নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলবে অস্ট্রেলিয়া।
এদিকে চোট নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও দলে রাখা হয়েছে জশ হ্যাজলউডকে। তিনি ও অধিনায়ক প্যাট কামিন্স ছিলেন না সবশেষ শ্রীলংকা সফরে।
এবারের শেফিল্ড শিল্ডের ফাইনালে ১১ উইকেট নিয়ে সাউথ অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ব্রেন্ডান ডগেট সফরে যাচ্ছেন রিজার্ভ হিসেবে। কাউন্টি ক্রিকেটেও ডারহামের হয়ে এখন ভালো পারফর্ম করছেন ৩১ বছর বয়সী এই পেসার।
গ্রিন মাঠে ফিরলেও আপাতত তার পরিচয় শুধুই ব্যাটার। বছরের শেষ দিকে অ্যাশেজের আগ পর্যন্ত তিনি বোলিং করতে পারবেন না। স্রেফ ব্যাটার হিসেবে তিনি একাদশে জায়গা পেতে পারেন কি না, এটিই এখন বড় কৌতূহল।
ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার প্রস্তুতি পরিকল্পনায় বিঘ্ন ঘটতে চলেছে আইপিএলের সূচির কারণেও। স্থগিত হওয়া আসরটি আবার শুরু হচ্ছে শনিবার। ফাইনাল পিছিয়ে এখন হবে ৩ জুন। মে মাসের শেষ দিকেই স্কটল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প হওয়ার কথা অস্ট্রেলিয়া দলের।
যদিও অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে আইপিএলের ফাইনাল খেলার লড়াইয়ে টিকে আছেন জশ ইংলিস (পাঞ্জাব কিংস) ও মিচেল স্টার্ক (দিল্লি ক্যাপিটালস)। তাদের ভারতে ফেরার সম্ভাবনা প্রবল। বিদায় নিশ্চিত হয়ে যাওয়া সানরাইজার্স হায়দরাবাদের দুই ক্রিকেটার হেড ও কামিন্স নাও ফিরতে পারেন ভারতে।
প্রথম দল হিসেবে দ্বিতীয় শিরোপার জন্য লড়বে বর্তমান অস্ট্রেলিয়া। তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার এটি প্রথম ফাইনাল।
আর ক্যারিবিয়ায় অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু ২৫ জুন। প্রথম টেস্ট বারবাডোজে, পরের দুটি গ্রেনাডা ও জ্যামাইকায়।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, বাউ ওয়েবস্টার
রিজার্ভ: ব্রেন্ডার ডগেট