পাকিস্তানের সাদা বলের কোচ হলেন হেসন
মাইক হেসনকে জাতীয় দলের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিউজিল্যান্ডের অভিজ্ঞ কোচ আগামী ২৬ মে থেকে কাজ শুরু করবেন। যেখানে এর একদিন পরই বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের।
মাইক হেসন ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত নিউজিল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। তার অধীনে নিউজিল্যান্ড ২০১৫ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। তিনি কেনিয়া জাতীয় দল এবং আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের কোচ হিসেবেও কাজ করেছেন।
তিনি ২০২৩ সাল থেকে পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে কাজ করছেন। তার অধীনে দল ২০২৪ সালে পিএসএল শিরোপা জয় করে।
পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি বলেছেন, ‘মাইক হেসন আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং প্রতিযোগিতামূলক দল গঠনের প্রমাণিত ট্র্যাক রেকর্ড খুবই ভালো আমরা তার নেতৃত্বে পাকিস্তানের সাদা বল ক্রিকেটের ভবিষ্যৎ গঠনের জন্য উন্মুখ।’
এদিকে পাকিস্তানি সাবেক পেসার আকিব জাভেদ, যিনি আগে অন্তর্বর্তীকালীন সাদা বল কোচ ছিলেন, তাকে এখন পাকিস্তান ক্রিকেটের 'ডিরেক্টর হাই পারফরম্যান্স' হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে তিনি দেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে কাজ করবেন।