এখনই বিশ্বকাপ ভাবনায় নতুন অধিনায়ক লিটন

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৫, ২০:১৬
শেয়ার :
এখনই বিশ্বকাপ ভাবনায় নতুন অধিনায়ক লিটন

ভারত ও শ্রীলংকার যৌথ আয়োজনে ২০২৬ সালে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আর সেই বিশ্বকাপ পর্যন্ত লিটন কুমার দাসকে এই ফরম্যাটের অধিনায়ক করা হয়েছে। যেখানে সেই আসরকেই পাখির চোখ করেছেন লিটন। নতুন টি-টোয়েন্টি অধিনায়কের আশা, সামনের সময়টায় গুছিয়ে নিয়ে বিশ্বকাপে ভালো কিছু উপহার দেবে টাইগাররা।

সম্প্রতি নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর লিটনকে দলনেতা বানায় বিসিবি। তবে ২০২১ সাল থেকে নানা সময়ে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধিনায়কত্বে নিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজটিও জিতেছে বাংলাদেশ।

অধিনায়ক হওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘স্বাভাবিকভাবেই এটা (লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব) ইতিবাচক বিষয়। কারণ আপনি যখন লম্বা সময়ের জন্য সুযোগ পাবেন, অনেক কিছু চিন্তা করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘এখন দেখার বিষয়, এই সময়ের মধ্যে আমি দলটা কতটুকু গুছিয়ে নিতে পারি। আমিও অনেক আশাবাদী এটা নিয়ে যে, দীর্ঘমেয়াদি একটা চিন্তা থাকবে। আমার হাতে যে ক্রিকেটাররা আছে, (বিশ্বকাপে) আমরা ভালো কিছুই উপহার দিতে পারব।’

এর আগে বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত দায়িত্বে ১ টেস্ট, ৭ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন পালন করেছেন লিটন। তিন সংস্করণ মিলিয়ে তার অধিনায়কত্বে বাংলাদেশের জয় ৭টি।

এদিকে এবার পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর আগের সঙ্গে পার্থক্য দেখতে পাচ্ছেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান।

লিটন বলেন, ‘পার্থক্য যদি বলি, আগে পরিকল্পনা যা ছিল, সবই সিরিজভিত্তিক। এখন যেহেতু লম্বা সময়ের একটা সুযোগ এসেছে, প্রতিটি ক্ষেত্রে ভবিষ্যতের কথা চিন্তা করব। নিজেই জানব যে, এতদূর পর্যন্ত আমার একটা লক্ষ্য আছে। অবশ্যই সিরিজভিত্তিক (পরিকল্পনা) তো থাকবেই। সঙ্গে এটাও থাকবে যে সামনের দিকে আরও কী করতে পারি।’