‘মোদি বুঝতে পেরেছেন পাকিস্তানের মোকাবিলা করা কতটা ব্যয়বহুল’

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৫, ১৬:৪৩
শেয়ার :
‘মোদি বুঝতে পেরেছেন পাকিস্তানের মোকাবিলা করা কতটা ব্যয়বহুল’

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একাধিক কঠোর মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি। তার এই মন্তব্যগুলো বর্তমান ভারত-পাকিস্তান উত্তেজনাপূর্ণ সম্পর্কের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

করাচিতে অনুষ্ঠিত ‘ইয়াওম-ই-তাশাক্কুর’ (কৃতজ্ঞতা দিবস) সমাবেশে আফ্রিদি বলেন, ‘পাকিস্তানের প্রতিরক্ষা অটুট। মোদি এখন বুঝতে পারছেন, পাকিস্তানকে উসকে দেওয়া ব্যয়বহুল।’

তিনি অভিযোগ করে জানান, ভারতীয় বাহিনী বেসামরিক এলাকা, শিশু ও মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

২০২৩ সালে একটি টেলিভিশন সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, মোদি ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের জন্য কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি। তিনি আরও বলেন, ‘তার কাছ থেকে আমার কোনো প্রত্যাশা নেই। সে কেবল আমাদের ক্ষতি করবে।’

এর আগে পাহালগামে সশস্ত্র হামলার পর আফ্রিদি একে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বলে অভিহিত করেন এবং মোদি সরকারকে অযোগ্য বলে সমালোচনা করেন। এই মন্তব্যের পর ভারতের পক্ষ থেকে তার ইউটিউব চ্যানেলসহ আরও কয়েকটি পাকিস্তানি চ্যানেল ব্লক করা হয়।