হামবুর্গ সমর্থকদের উল্লাসে ২৫ জন হাসপাতালে
দীর্ঘ ৭ বছর পর জার্মান শীর্ষ স্তরের ফুটবল বুন্দেসলিগায় উন্নীত হয়েছে হামবুর্গ এসভি। গত শনিবার ভল্কস্পার্ক স্টেডিয়নে এসএসভি উল্মকে ৬-১ গোলে পরাজিত করে এই কীর্তি গড়ে দলটি। এই জয়ের পর হামবুর্গের হাজার হাজার সমর্থক মাঠে নেমে পড়েন উদযাপনে, যা পরে পরিণত হয় বিশৃঙ্খলায়।
জানা যায়, মাঠে ঢুকে পড়া সমর্থকদের মধ্যে অনেকেই বিজ্ঞাপন বোর্ড টপকে খেলোয়াড়দের দিকে ছুটে যান, কেউ কেউ ড্রেসিংরুমে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ধাক্কাধাক্কি ও পড়ে যাওয়ার ফলে অন্তত ২৫ জন হাসপাতালে ভর্তি হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আরও ৪৪ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়।
হামবুর্গ ফায়ার সার্ভিসের প্রায় ৬৫ জন কর্মী এবং এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন।
এদিকে উৎসাহী সমর্থকরা মাঠের ঘাস কেটে, গোলপোস্ট ভেঙে স্মারক হিসেবে নিয়ে যান, যা ক্লাবের জন্য আর্থিক ক্ষতির কারণ হতে পারে। এই ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে এবং ড্রেসিংরুমে প্রবেশ রোধ করে।
এই ঘটনার ফলে হামবুর্গের বুন্দেসলিগায় প্রত্যাবর্তনের আনন্দ ম্লান হয়ে যায়। ক্লাব কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলোর জন্য এটি একটি সতর্কবার্তা।