কোহলির ৪ নম্বর জায়গা নিতে পারেন যে ৫ ক্রিকেটার
জল্পনার অবসান ঘটিয়ে ক্রিকেটে দীর্ঘতম সংস্করণ টেস্টকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় সাদা পোশাককে তুলে রাখার সিদ্ধান্ত জানান ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার। টেস্ট ক্রিকেটে চার নম্বরে ব্যাটিং করতেন কোহলি। এই পজিশনে তার রেখে যাওয়া শূন্যতা সহজেই পূরণ করতে পারবে না ভারত। তবে ৫ তরুণ ক্রিকেটারকে দিয়ে এই শূন্যতা পূরণের চেষ্টা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
সরফরাজ খান
ভারতের লাল বলের ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে রানের বন্যা বইয়ে ২০২৪ সালে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন সরফরাজ খান। ওই বছরই নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় আসেন তিনি। যদিও সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে খুব বেশি সুযোগ পাননি তিনি। ভারতীয় মিডল অর্ডারে কোহলির শূণ্যতা পূরণে সরফরাজের ওপর আস্থা রাখতে পারে ভারতীয় বোর্ড।
লোকেশ রাহুল
ভারতীয় ব্যাটিং অর্ডারের প্রায় সব জায়গায়ই ব্যাটিং করার অভিজ্ঞতা আছে লোকেশ রাহুলের। ওপেনিং থেকে শুরু করে পাঁচ কিংবা ছয় নম্বরে ব্যাটিং করেছেন তিনি। নিজেকে প্রমাণও করেছেন এই উইকেটকিপার ব্যাটার। তাই ইংল্যান্ড সিরিজে তার ওপরও আস্থা রাখতে পারে ভারতীয় বোর্ড।
রজত পতিদার
কোহলির জায়গায় ভারত বিবেচনায় নিতে পারে তার বেঙ্গালুরু সতীর্থ রজত পতিদারকেও। স্পিনের বিপক্ষে দারুণ শক্তিমত্তা ও ঘরোয়া ক্রিকেটে ফর্মের কারণে এগিয়ে আছেন তিনি।
শ্রেয়াস আইয়ার
নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেই যেন সোনা ফলাচ্ছেন শ্রেয়াস আইয়ার। কেন্দ্রীয় চুক্তিতে বাদ পড়ার পর আবারও তাকে চুক্তিতে ফিরিয়েছে ভারতীয় বোর্ড। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্ম দেখানো শ্রেয়াস ভারতকে চ্যাম্পিয়নস ট্রফি জেতাতেও রেখেছেন বড় ভূমিকা। চলতি আইপিএলেও ফর্মে আছেন পাঞ্জাব কিংস অধিনায়ক। সাদা বলেও মতো লাল বলেও এই মিডল অর্ডার ব্যাটারের ওপর আস্থা রাখতে পারে বিসিসিআই।
সাই সুদর্শন
এবারের আইপিএলে ব্যাট হাতে রানের ফোয়ারা ফুটাচ্ছেন গুজরাট টাইটানসের ওপেনার সাই সুদর্শন। ধারাবাহিকতা তার অন্যতম বড় শক্তি। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভা হিসেবেই ধরা হচ্ছে তাকে। ইংল্যান্ড সিরিজেই ডাক পেতে পারেন তিনি। বেশিরভাগ সময়ই ওপেনিংয়ে ব্যাটিং করেছেন তিনি। তবে তাকে বিবেচনা করা হতে পারে চার নম্বরের জন্যও।