‘পাকিস্তানে বিদেশিদের আতঙ্ক’ নিয়ে সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন রিশাদ
প্রথমবারের মতো বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে কঠিন বিপদের মধ্যে পড়েছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসন ও নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়া এই দুই ক্রিকেটার যখন সেদেশে, তখনই ভারতের সঙ্গে সংঘাঘ শুরু হয় পাকিস্তানের।
রিশাদদের যেই মাঠে খেলার কথা ছিল, সেই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম কমপ্লেক্সেও চলে ড্রোন হামলা। তারপর ভয় পেয়ে যান তিনিসহ পিএসএল খেলতে আসা বিদেশি ক্রিকেটাররা। গোলযোগের মধ্যেই গত শনিবার দেশে ফেরেন রিশাদ ও নাহিদ। তার আগে দুবাই ট্রানজিটে ক্রিকবাজের কাছে পাকিস্তানের সেই অবস্থার বর্ণনা করেন রিশাদ।
রিশাদ বলেছেন, ‘স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড ভিসা, টম কারান…সবাই ভয় পেয়ে গিয়েছিলেন। দুবাইয়ে নামার পর মিচেল বললেন, তিনি আর কখনও পাকিস্তানে যাবেন না, বিশেষ করে এমন পরিস্থিতিতে।’ ইংল্যান্ডের টম কারানকে নিয়ে রিশাদ বলেন, ‘বিমান ধরার জন্য এয়ারপোর্টে গিয়ে তিনি (কারান) শুনতে পান সেটি বন্ধ হয়ে গেছে। যা শুনে ছোট বাচ্চার মতো কাঁদতে শুরু করেন কারান। ওই সময় তাকে সামলাতে দুই-তিনজন লোক লেগেছিল।’
বিদেশি ক্রিকেটারদের নিয়ে রিশাদের এমন মন্তব্যের পরই শুরু হয় তুমুল আলোচনা। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে ঘটনা অতিরঞ্জিত করে প্রচার করা হয়। যাতে পাকিস্তানের ভীতিকর অবস্থা আরও ভালোভাবে ফুটে ওঠে। গণমাধ্যমগুলো রিশাদের মন্তব্য বাড়িয়ে বলছে বলে দাবি করেন তিনি।
গতকাল (শনিবার) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে রিশাদ বলেন, ‘আমি জানতে পেরেছি আমার সম্প্রতি করা কিছু মন্তব্য নিয়ে গণমাধ্যমের ভুল ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দুবাই বিমানবন্দরে বাংলাদেশি সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে সেই মন্তব্য করেছিলাম। এটাতে পুরো প্রসঙ্গ উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে।’
যাদের প্রসঙ্গ দুবাইতে ট্রানজিট নেওয়ার সময় টেনেছিলেন তাদের কাছে দুঃখপ্রকাশ করে রিশাদ বলেন, ‘আমার কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য আমি অনুশোচনা প্রকাশ করছি। কারান এবং মিচেলের কাছেও নিঃশর্ত ক্ষমা চেয়েছি আমি। সতীর্থদের জন্য আমার মধ্যে গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি (লাহোর) কালান্দার্সের ভ্রাতৃত্ববোধকে ধারণ করি- যেখানে আমরা সবাই যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়াই। পাকিস্তান সুপার লিগ আবার শুরু হলে আমি নিজের দলে যোগদানের জন্য মুখিয়ে আছি।’