টেস্ট অধিনায়কের দৌড় থেকে সরে গেলেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৫, ১০:০৯
শেয়ার :
টেস্ট অধিনায়কের দৌড় থেকে সরে গেলেন বুমরাহ

রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পরপরই শুরু হয় আলোচনা। সাদা পোশাকে ভারতের নেতৃত্বভার কার হাতে উঠবে। সেই আলোচনায় শুভমান গিল, রিশাভ পান্ত, লোকেশ রাহুলসহ উঠেছিল পেসার জাসপ্রিত বুমরহার নামও। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের অধিনায়ক বাছাইয়ের আগেই সেই দৌড় থেকে সরে এলেন বুমরাহ। 

ইংল্যান্ডের ‘স্কাই স্পোর্টসের’ বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে বুমরাহকে ইংল্যান্ড সিরিজে সব টেস্টে না-ও খেলাতে পারে ভারত। সেই হিসাব মাথায় রেখে ভারতীয় দলে ঢুকতে পারেন শার্দূল ঠাকুর। তাই স্বাভাবিকভাবেই অধিনায়কের দৌড়ে পিছিয়ে থাকবেন বুমরাহ। তাছাড়া ভারতীয় বোর্ডও নাকি তরুণ নেতৃত্বের কথা ভাবছে। 

প্রতিবেদনে আরও জানানো হয়, বুমরাহ নিজেও নাকি বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন, তিনি অধিনায়কত্ব রাজি নন। বুমরাহ নিজের খেলাতেই মন দিতে চান বলে নেতৃত্ব নিতে চাইছেন না। অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শুভমান গিল ও রিশাভ পান্ত। তবে গিলের সম্ভাবনাই বেশি। 

এদিকে, শার্দূলের দলে ফেরার গুঞ্জন উঠেছে ঘরোয়া লিগে দারুণ পারফর্মের পর। আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে ঝলক দেখিয়েছেন। সবশেষ অস্ট্রেলিয়া সফরে সুযোগ না পেলেও ইংল্যান্ডে তাই দেখা যেতে পারে তাকে। ২০১৮ সালে অভিষিক্ত শার্দূল দলটির হয়ে খুব বেশি খেলা সুযোগ পাননি। ১১ টেস্টে ৩৩১ রান করার পাশাপাশি নিয়েছেন ৩১ উইকেট।