এমবাপ্পের হ্যাটট্রিকেও ‘এল ক্লাসিকো’ হারল রিয়াল, শিরোপার আরও কাছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৫, ২২:৩৩
শেয়ার :
এমবাপ্পের হ্যাটট্রিকেও ‘এল ক্লাসিকো’ হারল রিয়াল, শিরোপার আরও কাছে বার্সেলোনা

ম্যাচের মাত্র ১৪ মিনিটেই কিলিয়ান এমবাপ্পের দুই গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে প্রধমার্ধের মধ্যেই সেই দুই গোল শোধ দিয়ে আরও দুই গোল দেয় বার্সেলোনা। ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল দিয়ে এমবাপ্পে হ্যাটট্রিক পূর্ণ করলেও হার এড়াতে পারেননি। 

৪-৩ গোলের জয়ে লা লিগার শিরোপার আরও কাছে পৌঁছে গেল বার্সেলোনা। ৩৫ ম্যাচ শেষে হ্যান্সি ফ্লিকের দলের পয়েন্ট ৮২। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৫। লিগে দুই দলেরই বাকি ৩টি করে ম্যাচ। 

এদিন ম্যাচের পঞ্চম মিনিটেই পেনাল্টি থেকে গোল দিয়ে রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে। ১৪তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের সহায়তায় আরও এক গোল দেন তিনি। দুই গোল দিয়ে দারুণ এক কীর্তি গড়েন তিনি। অভিষেক মৌসুমেই রিয়ালের হয়ে সর্বোচ্চ গোল দেওয়ার রেকর্ড এখন এমবাপ্পের। চলতি মৌসুমে ৫৩ ম্যাচে ৩৮ গোল করলেন তিনি। এর মধ্যে লিগেই ২৬টি। লা লিগায় গোল দেওয়ায় ছাড়িয়ে গেছেন বার্সার রবার্তো লেভানদোভস্কিকে (২৫)। 

যখন মনে হচ্ছিল, একতরফা ম্যাচ জিততে যাচ্ছে রিয়াল, তখনই জ্বলে ওঠে বার্সা। প্রথমার্ধে গুনে গুনে রিয়ালের জার্সিতে চার বার বল পাঠান বার্সার খেলোয়াড়রা। ১৯তম মিনিটে ফেরান তোরেসের পাসে এরিক গার্সিয়া গোল দেওয়ার পর ৩২ মিনিটে সেই তোরেসের পাসেই সমতা আনেন বিস্ময়বালক লামিনে ইয়ামাল। 

বার্সা এগিয়ে যায় ৩৪তম মিনিটে। পেদ্রির পাসে গোল আদায় করেন রাফিনহা। প্রথমার্ধের শেষ সময়ে তোরেসের হ্যাটট্রিক পাসে গোল দিয়ে ব্যবধান আরও বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। প্রথমার্ধে হলুদ খান রিয়ালের ফেদে ভালভের্দে ও অরেলিয়ে চুয়েমানি। বার্সার হয়ে হলুদ কার্ড খান রোনাল্ড আরাউহো।

দ্বিতীয়ার্ধে প্রাণপন চেষ্টা করেও গোল পাচ্ছিল না রিয়াল। তবে ৭০তম মিনিটে ভিনিসিউসের পাস ধরে দারুণ এক গোল দিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। যদিও হারের শঙ্কায় কোনো উদযাপন করেননি তিনি। শেষ পর্যন্ত তার শঙ্কাই সত্যি হয়। আর গোল না দিতে পারায় হারের বেদনা নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালের।