ভুটানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশের যুবারা এখন ভারতে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র করেছিল লাল-সবুজ জার্সিধারীরা। তবে আজ রবিবার দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে গোলাম রব্বানীর দল।
প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট বাংলাদেশের। বড় জয়ে এই গ্রুপে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও বাড়ল। গ্রুপপর্বের শেষ ম্যাচে ভুটানের সঙ্গে লড়বে মালদ্বীপ। সেই ম্যাচ ভুটান জয় পেলে বা ম্যাচ ড্র হলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। ৩ গোলে জেতায় গোল ব্যবধানে গ্রুপসেরা হওয়ার দৌড়েও এগিয়ে বাংলাদেশের যুবারা।
ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে ১টি করে গোল করেছেন মোরশেদ আলী, সুমন সরেন ও নাজমুল হুদা। প্রথমার্ধে দারুণ খেলা বাংলাদেশ প্রথম গোল পায় ১৩ মিনিটে। একক প্রচেষ্টায় রক্ষণে ঢুকে বাঁ পায়ের শটে গোল আদায় করেন মোরশেদ।
১৬ মিনিটে আরেকটি আক্রমণ শাণালেও গোল হয়নি। তবে ২৭তম মিনিটে মোরশেদের দারুণ পাসে গোলমুখে থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড সুমন। বিরতির আগে আরও দুটি সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় ভুটান। ৭৫ মিনিটে একটি গোলেরও সুযোগ পায় তারা। তবে গোলকিপার ইসমাইল হোসেনের প্রচেষ্টায় গোল ঠেকায় বাংলাদেশ। উল্টো যোগ করা মিনিটে মোরশেদের চমৎকার ক্রস থেকে বাংলাদেশের হয়ে তৃতীয় গোল দিয়ে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন নাজমুল।