বার্সার মাঠ রিয়ালের ‘সেকেন্ড হোম’!
এ বছরের লা লিগার শিরোপা কার ঘরে যাবে তা আজ রবিবার এল ক্লাসিকোতেই নির্ধারণ হয়ে যেতে পারে। যেখানে ৩৪ ম্যাচ শেষে বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে রয়েছে। রিয়াল এ মৌসুমে শিরোপাশূন্যই বলা চলে।
অপরদিকে বার্সা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও স্প্যানিশ সুপার কোপা ও কোপা ডেলরের শিরোপা জিতেছে। এখন তাদের লক্ষ্য লা লিগা জেতা।
বার্সা এ মৌসুমের দেখায় সব ম্যাচই রিয়ালকে পর্যুদস্ত করেছে। এল ক্লাসিকোতে এখন হারই নিয়তি রিয়াল মাদ্রিদের! এক নয়, দুই নয়, তিনবার এ মৌসুমে বার্সার কাছে হেরেছে রিয়াল। কখনও ৪-০, কখনও ৫-২, কখনও আবার ৩-২। তবু রবিবারের এল ক্লাসিকোর আগে রিয়ালের পরিসংখ্যান কথা বলছে রিয়াল মাদ্রিদের হয়ে।
এদিকে টানা তিনটি ক্লাসিকো হারের পর পরিসংখ্যান কীভাবে রিয়াল মাদ্রিদের পক্ষে হয়! আরে, এল ক্লাসিকোটা কোথায় সেটা মনে আছে তো? বার্সেলোনার মাঠে।
এবার তাহলে সেই বার্সার মাঠে এল ক্লাসিকোর সাম্প্রতিক ফলগুলো একটু ঘেঁটে দেখুন। বার্সেলোনায় শেষ পাঁচটা ক্লাসিকোতে চারবার জিতেছে কারা? ওই রিয়াল মাদ্রিদ। দশটা অ্যাওয়ে ক্লাসিকোতে পাঁচটা জয়, তিনটা ড্র রিয়ালের! যেন বার্সার মাঠটাই তাদের ‘সেকেন্ড হোম’।