মায়ের তুলনা হয় না

মা দিবস আজ

মুহম্মদ আকবর
১১ মে ২০২৫, ০০:০০
শেয়ার :
মায়ের তুলনা হয় না

‘যেখানেতে দেখি যাহা/মা-এর মতন আহা/একটি কথায় এত সুধা মেশা নাই,/মায়ের মতন এত/আদর সোহাগ সে তো/আর কোনোখানে কেহ পাইবে না ভাই...’- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার মা কবিতার প্রথম অংশে এভাবে মায়ের মূল্যায়ন করেছেন। সন্তানকে মায়ের মতো এত ভালোবাসা আর কেউ দিতে পারবে না। সন্তান জন্ম দেওয়ার যন্ত্রণা কী, তা মা ছাড়া কে-ই বা বুঝবে। তবুও পৃথিবীতে সন্তানের আগমনের পর মা ভুলে যান অনিদ্রা, অনাহার তথা দীর্ঘ যাতনা-সংগ্রাম। এখানেই শেষ নয়, আমৃত্যু সন্তানের সুস্থতায় মা থাকেন আত্মঘাতী চর্চায়, যেন নিজেকে প্রতিনিয়ত পুড়িয়ে সন্তানকে বড় করাই মাতৃত্বের আনন্দ। এই তো মা; মাতৃত্ব। এই মাকে শ্রদ্ধা জানানোর জন্য কোনো বিশেষ মুহূর্তের প্রয়োজন হয় না। তথাপি আজ মা দিবসের আনুষ্ঠানিকতা; মা দিবস।

বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই দিবসটি পালন করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন তারিখে দিনটি পালন করা হয়। ফেব্রুয়ারির দ্বিতীয় রবিবার নরওয়েতে, মার্চের চতুর্থ রবিবার আয়ারল্যান্ড, নাইজেরিয়া ও যুক্তরাজ্যে এই দিবস পালন করা হয়। বাংলাদেশে মে মাসের দ্বিতীয় রবিবার নানা আয়োজনে সবাই পালন করে দিবসটি। দিনটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। সামাজিক মাধ্যমে মায়ের সঙ্গে মধুর স্মৃতিময় ছবি দিয়ে ভালোবাসার কথা জানিয়েছেন অনেক সন্তান। যারা মাকে হারিয়েছেন, তারাও আবেগময় ভাষায় অসহায়ের মতো মায়ের স্মৃতি হাতড়াচ্ছেন।

বিশ্বের অনেক দেশে কেক কেটে মা দিবস উদযাপন করা হয়। তবে মা দিবসের প্রবক্তা আনা জার্ভিস দিবসটির বাণিজ্যিকীকরণের বিরোধিতা করে বলেছিলেন, ‘মাকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানানোর অর্থ হলোÑ তাকে দুই কলম লেখার সময় হয় না।’

আনা জার্ভিস মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ও ওহাইওর মাঝামাঝি ওয়েবস্টার জংশন এলাকার বাসিন্দা ছিলেন। তার মা অ্যান মেরি রিভস জার্ভিস সারাজীবন ব্যয় করেন অনাথ-আঁতুরের সেবায়। মেরি ১৯০৫ সালে মারা যান। লোকচক্ষুর অগোচরে কাজ করা মেরিকে সম্মান দিতে চাইলেন মেয়ে আনা জার্ভিস। অ্যান মেরি রিভস জার্ভিসের মতো দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে আনা জার্ভিস প্রচার শুরু করেন। সাত বছরের চেষ্টায় মা দিবস মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়।

বাংলাদেশে মা দিবসে বেসরকারিভাবে ‘রত্নগর্ভা মা পুরস্কার’, ‘গরবিনী মা’Ñ এসব প্রদানসহ নানা আয়োজন হওয়ার কথা রয়েছে।