ব্যাটে-বলে দুর্দান্ত নাসুম, তবুও হোয়াইটওয়াশের স্বাদ পেল না বাংলাদেশ
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজের প্রথম দুইটিতে জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে ব্যাটে-বলে নাসুম আহমেদ অনবদ্য পারফর্ম করলেও দলের অন্যদের ব্যর্থতায় ম্যাচ হেরে যায় টাইগাররা। তাতে হোয়াইটওয়াশের স্বাদও পেল না নুরুল হাসান সোহানের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচেও টসে জিতেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেলি। বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়ে ২২৭ রানেই আটকে দেয় সফরকারীরা। নাসুম একাই করেন ৬৭ রান। ২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।
এদিন প্রথম ওভারেই স্লিপে ক্যাচ দেন মোহাম্মদ নাঈম শেখ। দুই ওভার পর উইকেটের পেছনে ধরা পড়েন এনামুল হক। ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি সাইফ হাসান। ৬ চারে ২৫ বলে করেন ৩১ রান। এরপর আফিফ হোসেন, সোহান ও মোসাদ্দেক ব্যর্থ হলে ১০৪ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
সপ্তম উইকেটে নাসুমকে নিয়ে প্রতিরোধ গড়েন চার নম্বরে নামা ইয়াসির আলি চৌধুরি। দলীয় দেড় শ রানের আগে আউট হওয়া এই মিডল অর্ডার ব্যাটার ৭ চার ও ৩ ছক্কায় ৬৫ বলে করেন ৬৩ রান। লেজের ব্যাটারদের নিয়ে দলকে দুই শ পার করান নাসুম। শেষ উইকেটে ইবাদত হোসেনের সঙ্গে গড়ে তোলেন ৪৭ রানের জুটি। শেষ পর্যন্ত ৯৬ বলে ৯ চারের সঙ্গে ১টি ছক্কা মারা নাসুম আউট হন ৬৭ রান করে। এটি তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম ফিফটি।
রান তাড়া করতে নেমে খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিল না নিউজিল্যান্ডও। দলের কেউই ফিফটি হাঁকাতে পারেননি। ৩৩ বলে ৩৩ রান করেন রিস মারিউ আর ৪৬ বলে ৩৪ রান করেন ডেল ফিলিপস। নিক কেলি, জো কার্টাররাও বেশিক্ষণ টিকতে পারেননি। পরপর দুই ওভারে মোহাম্মদ আব্বাস ও কার্টিস হিফিও দ্রুত ফিরলে জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ।
তবে সপ্তম উইকেটে দারুণ জুটি গড়েন সিরিজে ব্যাট হাতে সফল ডিন ফক্সক্রফট ও জ্যাক ফোকস। অবিচ্ছিন্ন জুটিতে ৬৫ রান যোগ করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তারা। ফক্সক্রফট ৩৬ ও ফোকস ২৮ রান করেন।