নারী বিশ্বকাপে ৪৮ দলের অনুমোদন দিয়েছে ফিফা
নারী বিশ্বকাপের দল সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করার অনুমোদন দিয়েছে ফিফা। যা ২০৩১ সালের আসর থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্তটি গতকাল অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের এক ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
নতুন ফরম্যাট অনুযায়ী ১২টি গ্রুপ হয়ে আসর বসবে। আর প্রতি গ্রুপে ৪টি দল থাকবে। যেখানে ম্যাচ সংখ্যা ৬৪ থেকে বাড়িয়ে ১০৪ হবে।
টুর্নামেন্টের দৈর্ঘ্য এক সপ্তাহ বাড়ানো হবে। যুক্তরাষ্ট্র আয়োজক দেশ। যা একমাত্র প্রার্থী দেশ হিসেবে ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবে।
মূল এই সম্প্রসারণের মাধ্যমে ফিফা নারী ফুটবলের বৈশ্বিক উন্নয়ন ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, `এই সিদ্ধান্তটি শুধু ১৬টি অতিরিক্ত দলকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয় নয়, বরং এটি নারী ফুটবলের সামগ্রিক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।‘
এর আগে ২০২৩ সালের নারী বিশ্বকাপে প্রথমবারের মতো ৩২টি দল অংশ নেয়। যা ২০১৯ সালের ২৪ দলের তুলনায় একটি বড় অগ্রগতি ছিল। এই সম্প্রসারণের ফলে নারী ফুটবলের বৈশ্বিক প্রতিযোগিতার মান ও সমতা বৃদ্ধি পেয়েছে, যা ২০৩১ সালের আসরে আরও বিস্তৃত হবে।
যদিও কিছু সমালোচকরা প্রতিযোগিতার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তবে খেলোয়াড়দের সংগঠন ফিপপ্রো এই সম্প্রসারণকে স্বাগত জানিয়েছে এবং বলেছে যে, এটি নারী ফুটবলের বৈশ্বিক উন্নয়নের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।
এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ আরও অনেক দেশ নারী বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে, যা নারী ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।