অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করা হোক

এজেডএম জাহিদ হোসেন, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি

নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৫, ০০:০০
শেয়ার :
অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করা হোক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিভিন্ন অজুহাতে সরকার নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবারের উদ্যোগে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা, আত্মমর্যাদা, দেশে বিদেশের সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রবাসী পরিবার ২৪-এর সমন্বয়ক এবং সাপ্তাহিক জয়যাত্রার প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ডা. জাহিদ বলেন, আমাদের প্রায় ১ কোটিরও বেশি প্রবাসী বিদেশে থাকেন। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। বিগত ১৭ বছর ধরে এ দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। বর্তমানে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কার চলছে। আশা করব, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আজকে যে রেমিট্যান্স যোদ্ধারা আছেন, তাদের জন্য প্রথম উদ্যোগ নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গার্মেন্টস সেক্টর যে আজ অর্থনীতিতে অবদান রাখছে, তাও জিয়াউর রহমানের জন্যই হয়েছিল। এ জন্য মুক্তিযুদ্ধের পাশাপাশি তাকে আজীবন স্মরণ করা দরকার।

এ ছাড়া যে ঐকমত্যের ভিত্তিতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়েছেন, সেই ঐকমত্য ধরে রাখার আহ্বান জানিয়ে জাহিদ আরও বলেনÑ যে কারণে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জনগণ তা চায় না। জনগণ চায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। তাই অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। নিজস্ব প্রতিবেদক