আলোনসোই হচ্ছেন রিয়ালের কোচ

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৫, ১৭:১১
শেয়ার :
আলোনসোই হচ্ছেন রিয়ালের কোচ

দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদে শেষ হতে যাচ্ছে কার্লো আনচেলত্তি অধ্যায়। আগামী ২৫ মে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচেই শেষবারের মতো রিয়ালের ডাগআউটে দাঁড়াবেন এই ইতালিয়ান কোচ। দলটির নতুন কোচ হিসেবে অনেকের নামই বাতাসে ভেসে বেড়িয়েছে। তবে বায়ার লেভারকুসেনের বর্তমান কোচ ও রিয়ালের সাবেক খেলোয়াড় জাবি আলোনসোই সবচেয়ে এগিয়ে ছিলেন। এবার স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানাল, রিয়ালের পরবর্তী কোচ হচ্ছেন আলোনসোই। 

যদিও লেভারকুসেনের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে আলোনসোর। তবে এক বছর আগেই ক্লাব ছাড়ছেন তিনি। যদিও চুক্তির মেয়াদ ফুরানোর এক বছর আগেই রিয়াল আলোনসোকে নিয়ে আসায় লেভারকুসেনকে বড় পরিমাণ অর্থ দিতে হবে বলেই জানা যাচ্ছে। 

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের মাঝমাঠ সামলেছেন আলোনসো। সেসময় রিয়ালের কোচ ছিলেন এই আনচেলত্তি। পরের বছর জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে ভেড়েন আলোনসো, সেখানেও সেই আনচেলত্তিই কোচ। এরপর কোচিংয়ে যোগ দেন আলোনসো। সোসিয়েদাদ ‘বি’ দলের হয়ে ডাগআউট সামলেছেন। ২০২২ সালে সোসিয়েদাদ ‘বি’ দল ছেড়ে লেভারকুসেনের দায়িত্ব নেন আলোনসো। তার হাত ধরেই জ্বলে ওঠে লেভারকুসেন। তিন মৌসুমেই ক্লাবটিকে এনে দেন তিনটি শিরোপা। অথচ আলোনসো আসার আগে এই শতাব্দীতেই শিরোপাহীন ছিল লেভারকুসেন।

এদিকে, আনচেলত্তির সঙ্গেও রিয়ালের চুক্তি আগামী বছরের জুন পর্যন্ত। আগেভাগে সরে যাচ্ছেন তিনিও। গুঞ্জন আছে, ব্রাজিল দলের কোচ হচ্ছেন তিনি। দুই মেয়াদে ছয় মৌসুম রিয়ালের ডাগআউটে সামলেছেন আনচেলত্তি। ১৫টি ট্রফি জিতে রিয়ালের সবচেয়ে সফল কোচ তিনিই। ১৪টি ট্রফি জিতেছিলেন প্রয়াত কোচ মিগুয়েল মুনোজ।