ভারতের সঙ্গে সংঘাতের জেরে পাকিস্তানের লিগ সরলো আরব আমিরাতে
প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সংঘাত চলছে। একই সময়ে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। গতকাল পাকিস্তানের সঙ্গে সংঘাতের জেরে আইপিএলে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচ চলাকালেই বন্ধ করা হয় খেলা। অন্যদিকে, পুরো পিএসএলই সরিয়ে নেওয়া হলো পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে।
পিএসএল এরই মধ্যে শেষের দিকে। গ্রুপপর্ব ও প্লে-অফ মিলিয়ে মাত্র ৮টি ম্যাচ বাকি আছে। এই ম্যাচগুলোই আরব আমিরাতে সরানো হয়েছে। এসব ম্যাচের দিন–তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মূল সূচি অনুযায়ী, বাকি আট ম্যাচের চারটি রাওয়ালপিন্ডিতে, একটি মুলতানে এবং তিনটি লাহোরে হওয়ার কথা ছিল। গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচি কিংস ও নাহিদ রানাদের পেশোয়ার জালমির মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু গতকালই ড্রোন হামলায় স্টেডিয়াম কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়। এরপরই জরুরি বৈঠকে ম্যাচটি স্থগিত করা হয়। পরে পুরো টুর্নামেন্টই সরানো হলো।
দুই দেশের সংঘাতে আতঙ্কে পড়েছিল পিএসএল খেলতে আসা বিদেশিরা। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি তাদের সঙ্গে কথা বলেছেন। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিএসএলের বিদেশি খেলোয়াড়েরা এরই মধ্যে আরব আমিরাতের পথে উড়াল দিয়েছেন। যদিও পরবর্তী ম্যাচ আয়োজন করতে কিছুটা সময় লাগবে।