পিএসএলের ভেন্যুতে ড্রোন হামলা, রিশাদ-নাহিদকে ফেরানোর চেষ্টায় বিসিবি
পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানে আছেন বাংলাদেশের দুই তারকা রিশাদ হোসেন ও নাহিদ রানা। ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের পর থেকেই তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রিশাদ জানিয়েছিলেন, ভালো আছেন তারা।
সবশেষ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পাশে ফুড স্ট্রিটের একটি ভবনে ভারতের ড্রোন হামলার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এই মাঠেই আজকে রিশাদদের লাহোর কালান্দার্সের খেলার সূচি ছিল। তারপর আগামীকাল নাহিদ রানার পেশোয়ার জালমির মুখোমুখি হওয়ার কথা ছিল লাহোরের। এরই মধ্যে আজকের ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে।
সার্বিক পরিস্থিতিতে রিশাদ ও নাহিদকে দেশে ফেরানোর চেষ্টা করছে বিসিবি। দেশের একটি গণমাধ্যমকে এই তথ্য জানায় বিসিবির সূত্র। এই হামলার পর বিদেশি ক্রিকেটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
যদিও পিসিবির মুখপাত্র আমির মীর পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনকে বলেছেন, ‘আকাশসীমা সংক্রান্ত জটিলতার কারণে বিদেশি ক্রিকেটারদের এখন দেশ (পাকিস্তান) ছাড়ার কোনো সুযোগ নেই। তবে তারা এখানে পাকিস্তান সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে আছে।’
এর আগে, আজ দুপুরে নিজের ব্যক্তিগত দুইটি ছবি পোস্ট করে রিশাদ লিখেছেন, ‘সব ঠিকঠাক চলছে! প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি।’ তার দুই ঘণ্টা পর রাওয়ালপিন্ডির জিমে নাহিদকে নিয়েও ছবি দিয়েছেন রিশাদ। যার ক্যাপশন, ‘ভ্রাতৃত্ব’।