ভারত-পাকিস্তান উত্তেজনা /

নাহিদদের সঙ্গে করাচির ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৫, ১৮:৫৯
শেয়ার :
 নাহিদদের সঙ্গে করাচির ম্যাচ স্থগিত

দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনা চরমে। একের পর এক পাল্টাপাল্টি হামলা করছে দুই দেশ। এই সংঘাতের আঁচ মারাত্মকভাবে পড়েছে ক্রীড়াঙ্গনেও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ভেন্যু করতে হয়েছে পরিবর্তন। এবার পাকিস্তান সুপার লিগ পিএসএলে ম্যাচের সূচিই পরিবর্তন করতে হয়েছে। 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় নয়টায় রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা ছিল নাহিদ রানাদের দল পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ। তবে উত্তেজনার বিষয়টিকে মাথায় রেখে শেষ মুহূর্তে ম্যাচটি স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিবর্তিত সূচি পরবর্তীতে জানানো হবে।

বিকেল ৫টার দিকে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে জরুরি সভা করেছে পিসিবি। এরপরই এলো এই সিদ্ধান্ত। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে এই সভা অনুষ্ঠিত হয়। ম্যাচে যারা টিকিট কেটেছিলেন, তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে। 

উল্লেখ্য, পিএসএলের চলমান দশম আসর এরই মধ্যে শেষের দিকে। আর মাত্র চারটি গ্রুপপর্বের ম্যাচ এবং চারটি প্লে-অফ ম্যাচ বাকি আছে। টুর্নামেন্টের ২৭তম ম্যাচটি আজ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পেশোয়ার জালমি এবং করাচি কিংসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।