পাকিস্তানে কেমন আছেন রিশাদ-নাহিদ
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে এই মুহূর্তে সেদেশে আছেন বাংলাদেশের দুই তরুণ বোলার রিশাদ হোসেন ও নাহিদ রানা। তবে ভারতের সঙ্গে সংঘাতের কারণে পাকিস্তানে চলছে উত্তেজনা। দেশের দুই ক্রিকেটারকে নিয়ে তাই গতকাল কাল উদ্বিগ্নতার কথা জানিয়েছে বিসিবি। আজ বৃহস্পতিবার রিশাদ ও নাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, কেমন আছেন তারা।
ঘণ্টা চারেক আগে নিজের ব্যক্তিগত দুইটি ছবি পোস্ট করে রিশাদ লিখেছেন, ‘সব ঠিকঠাক চলছে! প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি।’ তার দুই ঘণ্টা পর রাওয়ালপিন্ডির জিমে নাহিদকে নিয়েও ছবি দিয়েছেন রিশাদ। যার ক্যাপশন, ‘ভ্রাতৃত্ব’।
বর্তমানে রাওয়ালপিন্ডিতে আছেন নাহিদ ও রিশাদ। আজ সেখানে করাচি কিংসের বিপক্ষে খেলবে রিশাদের লাহোর কালান্দার্স। একই মাঠে আগামীকাল নাহিদের পেশোয়ার জালমির বিপক্ষে খেলা আছে লাহোরের।
টুর্নামেন্টের মাঝপথে পেশোয়ার শিবিরে যোগ দেওয়া নাহিদ এখনো স্কোয়াডে সুযোগ পাননি। গত ২৭ এপ্রিলে পাকিস্তানে পৌঁছানোর পর তার দল ৩ ম্যাচ খেললেও টিম কম্বিনেশনের কারণে তাকে খেলাতে পারছে না পেশোয়ার। অপরদিকে, লাহোরের হয়ে রিশাদ এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন।
এদিকে, ভারতীয় গণমাধ্যমগুলো কিছুক্ষণ আগে সংবাদ প্রচার করেছে, রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা চালিয়েছে ভারত। মূলত, সামাজিক যোগাযোগমাধ্যমের বরাত দিয়ে সংবাদ প্রচার করেছে তারা।