শাস্তি পেলেন বরুণ, কী করেছেন ‘বেবি এবি’র সঙ্গে

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৫, ১৬:৫৩
শেয়ার :
শাস্তি পেলেন বরুণ, কী করেছেন ‘বেবি এবি’র সঙ্গে

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গতকাল বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গেছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার দেওয়া ১৮০ রানের লক্ষ্য শেষ ওভারে ছক্কা মেরে পার করেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কলকাতা ম্যাচ হারলেও দুর্দান্ত বল করেছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। তবে আচরণের কারণে এই ম্যাচে শাস্তি পেতে হয়েছে তাকে। 

গতকাল বল হাতে চার ওভার হাত ঘুরিয়ে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বরুণ। কলকাতার সবচেয়ে সফলও তিনি। তবে গতকাল আচরণবিধি লঙ্ঘনের জন্য কেকেআরের এই স্পিনারকে জরিমানা করা হয়েছে। ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং তাকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

বরুণকে ঠিক কোন ঘটনার জন্য শাস্তি দেওয়া হয়েছে, সেটি স্পষ্ট করেনি আইপিএল। তবে এটা অনেকটাই স্পষ্ট, বুধবার চেন্নাই সুপার কিংসের বেবি এবিডি ভিলিয়ার্স হিসেবে পরিচিতি পাওয়া ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার ইঙ্গিত করার জন্যই শাস্তি হয়েছে বরুণের।

এক বিবৃতিতে আইপিএল জানিয়েছে, ‘বরুণ চক্রবর্তী ২.৫ ধারার অধীনে লেভেল-১ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন। আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের ক্ষেত্রে, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক।’

আইপিএলের ২.৫ ধারা অনুযায়ী, কোনো খেলোয়াড়ের দ্বারা ব্যবহৃত ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি এবং ব্যাটারকে আউট করার সময় তার দিকে নির্দেশ করে কিছু বলা, যার ফলে আউট হওয়া ব্যাটার আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে পারেন; এটি একটি অপরাধ।