আইপিএলে ৩ দলের স্কোয়াডে পরিবর্তন, কারা এলেন-গেলেন
প্রায় শেষের পথে ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএল। তবে শেষের দিকেই বদলি ক্রিকেটার নেওয়ার ধুম পড়েছে টুর্নামেন্টটিতে। তিনটি ফ্র্যাঞ্চাইজি থেকে ছিটকে গেছেন তিন তারকা। তাদের বদলি ক্রিকেটারও নেওয়া হয়েছে।
পয়েন্ট টেবিলে বেশ ভালো স্থানে এখনো শিরোপা না জেতা বেঙ্গালুরু। তবে প্লে-অফের আগে ধাক্কা খেয়েছে দলটি। বেঙ্গালুরুর স্কোয়াড থেকে ছিটকে গেছেন টপ অর্ডার ব্যাটার দেবদূত পাডিক্কাল। চলতি মৌসুমে ব্যাট হাতে ভালোই করছিলেন তিনি। ১০ ম্যাচে ২৪৭ রান আসে তার ব্যাট থেকে। তবে ডান দিকের হ্যামস্ট্রিংয়ে চোট লাগায় আর আইপিএলে খেলতে পারবেন না এই ব্যাটার।
পাডিক্কালের পরিবর্তে বিরাট কোহলিদের দলে খেলবেন মায়াঙ্ক আগারওয়াল। গত মৌসুমে খারাপ খেলার পর এবারের মেগা নিলামে তাকে কেনেনি কেউ। যদিও ১২৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
আইপিএল শুরুর আগেই নাম তুলে নিয়েছিলেন ইংলিশ তারকা হ্যারি ব্রুক। এতদিন পরে এসে বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে তারা। দিল্লি জানিয়েছে, নতুন ক্রিকেটার হিসাবে সেদিকুল্লাহ আতালকে নেওয়া হচ্ছে। আফগানিস্তানের ক্রিকেটার আতাল ৪৯টি টি-টোয়েন্টি ম্যাচে ১ হাজার ৫০৭ রান করেছেন। ২০২৩ সালে তার অভিষেক হয়। তিনি ১.২৫ কোটি টাকায় যোগ দিচ্ছেন দিল্লিতে।
আইপিএল প্লে-অফ থেকে ছিটকে যাওয়া রাজস্থানও নতুন ক্রিকেটার নিয়েছে। নীতীশ রানা চোট পেয়ে আর প্রতিযোগিতায় খেলতে পারবেন না। তার জায়গায় নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার লুয়ান-দ্রে প্রিটোরিয়াসকে। তিনি ৩৩টি টি-টোয়েন্টি খেলে ৯১১ রান করেছেন। তাকে ৩০ লক্ষ টাকায় নেওয়া হচ্ছে রাজস্থানে। ছিটকে গেছেন দলটির পেসার সন্দীপ শর্মাও। তার পরিবর্তে নেওয়া হয়েছে আরেক দক্ষিণ আফ্রিকান নান্দে বার্গার।