ভারতের পরের অধিনায়ক কে?

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৫, ১২:২০
শেয়ার :
ভারতের পরের অধিনায়ক কে?

রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় একটি পথচলা শেষ হলো। তারকা এ ব্যাটার এখন শুধুমাত্র ওয়ানডেতে খেলবেন। তবে এরই মধ্যে প্রশ্ন উঠেছে তার উত্তরসূরি হবেন কে?

চলমান আইপিএল শেষ হলেই ভারত ইংল্যান্ড সফরে যাবে। সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা।

এতদিন ভারতের টেস্টে সহ-অধিনায়কের দায়িত্ব ছিল জসপ্রিত বুমরাহর কাঁধে। শেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’টি টেস্টে নেতৃত্বও দেন তিনি। কিন্তু ইংল্যান্ড সফরে তাকে অধিনায়ক করা নিয়ে সন্দেহ রয়েছে। বুমরাহ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি টেস্টেই খেলেছিলেন। তাতে সমস্যা তৈরি হয়েছিল। চোট পান ভারতীয় পেসার। ইংল্যান্ডে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই ঝুঁকি নেবে না। বুমরাহকে সব ম্যাচ খেলানো হবে না। সেই কারণেই তাকে অধিনায়ক না করার সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। তা হলে কে?

নাম আসছে শুভমান গিলের। ভারতীয় দলের আগামী দিনের অধিনায়ক ধরা হচ্ছে তাকে। এক দিনের ক্রিকেটে তিনিই ছিলেন রোহিতের ডেপুটি। টেস্টে শুভমান খেলতেন তিন নম্বরে। রোহিত অবসর নেওয়ায় এখন ওপেনিংয়ে এক জনের জায়গা ফাঁকা হয়েছে। শুভমান ওপেন করতেই পছন্দ করেন। রোহিত অবসর নেওয়ায় তাকে সেই জায়গা ফিরিয়ে দেওয়া হতে পারে। ২৫ বছরের শুভমানকে অধিনায়ক করলে আগামী ৮-১০ বছরের জন্য নিশ্চিন্ত থাকতে পারে বোর্ড। ভবিষ্যতের কথা ভেবে তাই শুভমনকে দায়িত্ব দিতে পারে তারা।

শুভমান এবারের আইপিএলে ফর্মে রয়েছেন । ১১ ম্যাচে ৫০০-র ওপরে রান করেছেন। আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে শুভমানের। গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ করার ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সকে মেন্টর হিসাবে আইপিএল জেতানোর অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছিল বোর্ড। তাই শুভমানকে টেস্ট অধিনায়ক করার ক্ষেত্রেও আইপিএলের অভিজ্ঞতাকে গুরুত্ব না দেওয়ার কোনও কারণ নেই।

এখন পর্যন্ত ৩২টি টেস্ট খেলেছেন শুভমন। ১৮৯৩ রান করেছেন। পাঞ্জাবতনয় টেস্টে পাঁচটি শতরানও করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬১টি ম্যাচ খেলা শুভমান ব্যাটার হিসাবে এখন যথেষ্ট অভিজ্ঞ। বাড়তি দায়িত্ব সামলানোর ক্ষমতা যে রয়েছে, সেটা আইপিএলে প্রমাণিত। গুজরাটকে নেতৃত্ব দেওয়ার সঙ্গে রানও করছেন। ঠান্ডা মাথায় ম্যাচ পরিচালনা করার দক্ষতা রয়েছে তার। তরুণ শুভমনের কাঁধেই তাই দায়িত্ব দিতে পারে বোর্ড।

এদিকে টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে অনেক জায়গায় ঋষভ পন্থ এবং লোকেশ রাহুলের নাম শোনা যাচ্ছে। কিন্তু পন্থ একেবারেই ফর্মে নেই। এমন একটা সময় তার কাঁধে টেস্ট দলের দায়িত্ব দেওয়ার ঝুঁকি নেবে না বোর্ড। রাহুল আইপিএলেই নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এড়িয়ে গেছেন। তিনি ভারতীয় দলের অধিনায়ক হতে চাইবেন? রাহুল যদিও এর আগে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। সেই সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। তিনি একটি টেস্ট না খেলায় দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। সেই সময় দলে রোহিতও ছিলেন না। তাই অধিনায়ক হিসাবে রাহুলকে হয়তো ভাববে না ভারত।