এমসিসির পরবর্তী প্রধান এড স্মিথ

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৫, ১০:১২
শেয়ার :
এমসিসির পরবর্তী প্রধান এড স্মিথ

মেরিলিবন ক্রিকেট ক্লাবের (এমসিসি) পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে এড স্মিথ নিযুক্ত হয়েছেন। তিনি ১ অক্টোবর ২০২৫ থেকে ১২ মাসের জন্য এই দায়িত্ব গ্রহণ করবেন। গতকাল বুধবার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এমসিসির বার্ষিক সাধারণ সভায় বর্তমান প্রেসিডেন্ট লর্ড কিং অফ লথবুরি দ্বারা ঘোষণা করা হয়।

এড স্মিথ সাবেক ইংলিশ ক্রিকেটার ও নির্বাচক। তিনি কেন্ট, মিডলসেক্স এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলেছেন। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টেস্ট ম্যাচে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৮ সালে চোটের কারণে অবসর নেওয়ার পর, তিনি লেখক, সাংবাদিক এবং সম্প্রচারক হিসেবে সফল ক্যারিয়ার গড়েছেন।

২০১৮ সালে তিনি ইংল্যান্ড পুরুষ দলের প্রধান নির্বাচক নিযুক্ত হন এবং তার মেয়াদকালে ইংল্যান্ড ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জয় করে।

এড স্মিথ বলেন, ‘লর্ডস আমার জীবনের একটি বিশেষ অংশ — একজন ক্রিকেট ভক্ত, খেলোয়াড় এবং পরে নির্বাচক হিসেবে। আমি ক্লাব এবং পুরো খেলার জন্য সর্বোচ্চ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ" ।

স্মিথের প্রেসিডেন্সির সময়, ২০২৬ সালে লর্ডস মাঠে প্রথমবারের মতো নারীদের টেস্ট ম্যাচ এবং আইসিসি নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। এটি এমসিসির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হবে।