‘ফিফটি-ফিফটি সব সিদ্ধান্ত ইন্টারের পক্ষে গেছে’, ক্ষুব্ধ বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২৫, ২১:৪৯
শেয়ার :
‘ফিফটি-ফিফটি সব সিদ্ধান্ত ইন্টারের পক্ষে গেছে’, ক্ষুব্ধ বার্সা কোচ

সেমিফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে উঠে গেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। গতকাল মঙ্গলবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সাকে ৪-৩ গোলে হারায় ইন্টার। এর আগে প্রথম লেগ ড্র হয়েছিল ৩-৩ গোলে। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের অগ্রগামিতায় ফাইনালের টিকিট পায় ইতালিয়ান ক্লাবটি। 

দারুণ খেলার পর বার্সার এমন হারের দায় রেফারিকে দিলেন দলটির জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচের ফিফটি-ফিফটি (যেকোনো পক্ষে দেওয়া যায় এমন) সিদ্ধান্তগুলো সব ইন্টারের পক্ষে গেছে বলেই দাবি তার। 

গতকাল ম্যাচের প্রধমার্ধেই দুই গোল দিয়ে এগিয়ে যায় ইন্টার। পরে দ্বিতীয়ার্ধের ৫৪ ও ৬০ মিনিটে গোল দিয়ে সমতা আনার পর ৮৭তম মিনিটে গোল দিয়ে বার্সাকে এগিয়ে নেন রাফিনহা। তবে নির্ধারিত ৯০ মিনিটের যোগ করা সময়ে ইন্টারের ফ্রান্সেসকো আকেরবি গোল দিয়ে ম্যাচ নিয়ে যান অতিরিক্ত সময়ে। পরে ৯৯তম মিনিটে গোল দিয়ে ইন্টারকে জেতান ডেভিড ফ্রাত্তেসি। 

আকেরবির গোল নিয়ে কিছুটা বিতর্ক ছড়িয়েছে। বার্সেলোনার লেফট-ব্যাক জেরার্ড মার্টিন দাবি করেছিলেন যে তিনি ফাউলের ​​শিকার হয়েছেন। সবকিছু মিলিয়ে ফ্লিক পোলিশ রেফারি সিমন মার্সিনিয়াকের সমালোচনা করেন ফ্লিক। 

ফ্লিক বলেন, ‘আমি রেফারি সম্পর্কে খুব বেশি কথা বলতে চাই না, তবে ফিফটি-ফিফটি প্রতিটি সিদ্ধান্ত তাদের (ইন্টারের) পক্ষে গেছে। আমি হতাশ, কিন্তু আমার দলের সঙ্গে নয়। তারা সব রকম চেষ্টা করেছে। এটি এমনই। আমরা ছিটকে গেছি, তবে পরের বছর আমরা আবার ভক্তদের খুশি করার চেষ্টা করব।’

কোপা দেল রে জয়ের পর বার্সা ট্রেবলের পিছনে ছুটছিল, কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর এখন তাদের মনোযোগ শুধুই লা লিগার দিকে। সেখানে তারা টেবিলের শীর্ষে এবং রবিবার তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির দল এই মুহূর্তে চার পয়েন্ট পিছিয়ে। দুই দলেরই বাকি ৪টি করে ম্যাচ।