টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২৫, ২০:২৭
শেয়ার :
টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার সবশেষ বর্ডার-গাভাস্কার ট্রফিতে বার্জে ফর্মের পরই টেস্টে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে জেগেছিল শঙ্কা। এই সংস্করণ থেকে অনেকেই তাকে পরামর্শ দেন অবসরের। অবশেষে শেষের সিদ্ধান্ত জানিয়েই দিলেন ভারত অধিনায়ক। 

আজ বুধবার সামাজিক যোগাযোগামাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে অবসরের ঘোষণা দেন রোহিত। তার মানে, আন্তর্জাতিক ক্রিকেটে এখন শুধু ওয়ানডেতেই দেখা যাবে বর্ষীয়ান এই ক্রিকেটারকে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ততম সংস্করণকে বিদায় বলেছিলেন রোহিত। 

ইনস্টাগ্রাম স্টোরিতে রোহিত লেখেন, ‘হ্যালো, সবাইকে জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে আমার দেশকে প্রতিনিধিত্ব করা ছিল দারুণ সম্মানের। বিগত বছরগুলোতে ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আমি ওয়ানডেতে ভারতের হয়ে খেলো যাবো।’

ক্যারিয়ারের দ্বিতীয়ভাগে ব্যাট হাতে দারুণ করেছেন বর্তমানে ৩৮ বছর বয়সী রোহিত। সবমিলিয়ে ৬৭টি টেস্টে ৪০.৫৭ গড়ে ১২ সেঞ্চুরি ও ১৮ হাফ সেঞ্চুরিসহ মোট ৪ হাজার ৩০১ রান করেছেন তিনি। দলকে একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি। 

আসছে ইংল্যান্ড সিরিজে নতুন অধিনায়ক খুঁজতে হবে ভারতকে। সেক্ষেত্রে দৌঁড়ে আছেন জাসপ্রিত বুমরাহ, লোকেশ রাহুল, শুভমান গিল ও রিশাভ পান্ত। যদিও এই দৌঁড়ে সবচেয়ে এগিয়ে বর্তমানে গুজরাট টাইটানসের অধিনায়ক গিলই।