সোহান-অঙ্কনের সেঞ্চুরি, বিশাল জয়ে সিরিজ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২৫, ১৬:৫৪
শেয়ার :
সোহান-অঙ্কনের সেঞ্চুরি, বিশাল জয়ে সিরিজ বাংলাদেশের

সিলেটে চলছে নিউজিল্যান্ড ‘এ’ দল ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যে অনানুষ্ঠানিক ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছিল নুরুল হাসান সোহানের দল। আজ দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৩৪৪ রান করার পর নিউজিল্যান্ডকে ২৫৭ রানেই গুটিয়ে দিয়েছে টাইগাররা। তাতে ৮৭ রানের বিশাল জয়ের সঙ্গে সিরিজও নিশ্চিত করে বাংলাদেশ। 

জোড়া সেঞ্চুরি করে বাংলাদেশের জয়ের নায়ক দুই উইকেটকিপার নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন। ১০১ বলে ৭টি করে চার-ছক্কা হাঁকিয়ে ১১২ রানের ইনিংস খেলেন সোহান। আর শেষ ওভারে ড্রেসিং রুমে ফেরার আগে ৭ চার ও ৫ ছক্কায় অঙ্কন খেলেন ১০৮ বলে ১০৫ রানের ইনিংস।

দ্বিতীয় এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। শুরুতেই পারভেজ হোসেন ইমনকে হারায় বাংলাদেশ। ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাঈম শেখ। ৩৪ বলে ৩৯ রান করে রান আউট হয়ে ফেরেন বিজয়। আর ৪১ বলে ৪০ রান করে আউট হন নাঈম। ৯৭ রানে ৩ উইকেট পড়ার পর জুটি বাধেন অঙ্কন ও সোহান।

চতুর্থ উইকেটে ১৯৩ বলে আসে ২২৫ রান যোগ করেন সোহান ও অঙ্কন। দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে চতুর্থ উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি। শেষদিকে সোহান আউট হলে আর রান খুব একটা বাড়াতে পারেনি বাংলাদেশ। ৩৪৪ রানেই থামে টাইগাররা। 

জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে অর্ধশতাধিক রানের জুটি গড়লেও ১১৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। মোসাদ্দেক হোসেনের স্পিন সামলাতে হিমশিম খায় কিউইরা। এরপর চল্লিশোর্ধ্ব একটি জুটি হলেও আর ম্যাচে ফিরতে পারেনি তারা। ওপেনিংয়ে নেমে ডেল ফিলিপসই যা একটু ভয় দেখিয়েছিলেন। ৫৪ বলে ৭৯ রান করে আউট হন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত থাকেন ক্রিস্টিয়ান ক্লার্ক।