গুজরাটের নেহরা, মুম্বাইয়ের হার্দিকসহ সকল ক্রিকেটারকে জরিমানা

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২৫, ১৫:৫৬
শেয়ার :
গুজরাটের নেহরা, মুম্বাইয়ের হার্দিকসহ সকল ক্রিকেটারকে জরিমানা

আইপিএলে গুজরাট টাইটানসের বিপক্ষে গতকাল মঙ্গলবার রাতে বৃস্টিবিঘ্নিত ম্যাচে অল্পের জন্য হেরে যায় মুম্বাই ইন্ডিয়ানস। এই ম্যাচে জরিমানার মুখোমুখি হয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়াসহ দলের সকল ক্রিকেটার। আর্থিক জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে গুজরাটের প্রধান কোচ আশিষ নেহরাকেও। 

স্লো ওভাররেটের কারণে জরিমানা করা হয়েছে হার্দিক ও মুম্বাইয়ের খেলোয়াড়দের। এর মধ্যে ইমপ্যাক্ট ক্রিকেটারও অতিরিক্ত ক্রিকেটাররাও আছেন। মুম্বাইকে দেওয়া শাস্তি নিয়ে আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইপিএলের আচরণবিধির আওতায় এটি তাদের (মুম্বাই ইন্ডিয়ানস) দ্বিতীয় অপরাধ হওয়ায়, পান্ডিয়াকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।’

এর বাইরে মুম্বাইয়ের একাদশে থাকা বাকি ১০ ক্রিকেটার ও ইমপ্যাক্ট-অতিরিক্ত ক্রিকেটারদের ৬ লাখ করে অথবা ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এর মধ্যে যেটি কম হবে সেটিই ধরা হবে। 

এদিকে, গুজরাটের হেড কোচ নেহরাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। যদিও তার দোষ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেনি আইপিএল কর্তৃপক্ষ। তবে তার আচরণ খেলার চেতনার সঙ্গে যায় না বলে জানানো হয়েছে। 

গতকাল ম্যাচের সময় বেশ কিছুক্ষণ উত্তেজিত অবস্থায় দেখা গেছে নেহরাকে। এছাড়া মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্কও করতে দেখা গেছে তাকে। লেভেল-১ ধারার অপরাধ করেছেন নেহরা এবং নিজের পাওয়া শাস্তি মেনে নিয়েছেন।