পিএসএলে খেলা রিশাদ-নাহিদকে নিয়ে চিন্তিত বিসিবি
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেওয়া রিশাদ হোসেন ও নাহিদ রানা বর্তমানে দেশটিতে অবস্থান করছেন। তবে যথাক্রমে লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির হয়ে চুক্তি করা এই ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পরে হামলা করেছে পাকিস্তানও। যেখানে পাকিস্তানে ২৬ ও ভারতে অন্তত ১০ জন নিহতের কথা জানা গেছে।
পরিস্থিতি যখন ঘোলাটে তখন দুই বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন,‘ক্রিকেটারদের সঙ্গে, বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা পিসিবির সঙ্গেও যোগাযোগ রাখছি। তারা (রিশাদ ও নাহিদ) এখন নিরাপদে আছে।’
কিন্তু বর্তমানে নিরাপদে থাকলেও বিসিবি তাদের নিরাপত্তা নিয়ে ‘চিন্তিত’ বলে জানান প্রধান নির্বাহী নিজামউদ্দিন। তাদের এখনই ফিরিয়ে আনার চেষ্টা করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা (পরিস্থিতির) ওপর নির্ভর করবে। মাত্র একটা ডেভেলপমেন্ট হলো। এখনও কী অবস্থা তা বোঝা যাচ্ছে না।’
উল্লেখ্য, পিএসএলে এ বছর তিন ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে লিটন দাস পাকিস্তানে গেলেও টুর্নামেন্ট শুরুর আগেই চোট পেয়ে দেশে ফিরে এসেছেন।
এদিকে এ মাসেই পাকিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে দেশটিতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এ জন্য মিরপুরে তিন দিন ধরে প্রস্তুতিও চলছে। এই সিরিজটি শেষ পর্যন্ত হবে কি না বা কোথায় হবে, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তারা।