হত্যার হুমকি পেলেন শামি

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২৫, ১৫:১৩
শেয়ার :
হত্যার হুমকি পেলেন শামি

ভারতীয় পেসার মোহাম্মদ শামি সম্প্রতি একটি ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি পেয়েছেন। যেখানে হুমকিদাতা 'রাজপুত সিন্দার' নামের এক ব্যক্তি শামির কাছে ১ কোটি রুপি মুক্তিপণ দাবি করেছেন। জানা যায়, এই ই-মেইলটি গত ৪ মে পাঠানো হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শামির ভাই হাসিব আহমেদ বিষয়টি আমরোহা জেলার সাইবার ক্রাইম থানায় জানিয়ে একটি এফআইআর দায়ের করেছেন। এফআইআরে ভারতীয় দণ্ডবিধির ৩০৮(৪) ধারা এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৬ডি ও ৬৬ই ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং সাইবার সেল ও ক্রাইম ব্রাঞ্চকে বিষয়টি হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে মোহাম্মদ শামি আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন। এই মৌসুমে তিনি ৯টি ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন। এর আগে, ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি ভারতের হয়ে ৫ ম্যাচে ৯টি উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এর আগে গত মাসে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও ই-মেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন, যা বর্তমানে দিল্লি পুলিশ তদন্ত করছে।

এই ধরনের হুমকি ক্রীড়াবিদদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং শিগগিরই অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য কাজ করছে।