দেম্বেলেকে নিয়ে অনিশ্চয়তা কেটেছে

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২৫, ১৩:১৮
শেয়ার :
দেম্বেলেকে নিয়ে অনিশ্চয়তা কেটেছে

উসমান দেম্বেলের ইনজুরি নিয়ে যে শঙ্কা ছিল, তা কেটে গেছে। পিএসজির এই ফরাসি ফরোয়ার্ড বর্তমানে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিচ্ছেন এবং চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত।

এর আগে গত সপ্তাহে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগে দেম্বেলে ম্যাচের একমাত্র গোলটি করেন। তবে ম্যাচের ৭০তম মিনিটে তিনি হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করে মাঠ ছাড়েন। এরপর তিনি স্ট্রাসবুর্গের বিপক্ষে লিগ ম্যাচে অংশ নেননি, যাতে পিএসজি ২-১ গোলে পরাজিত হয়।

সোমবার দেম্বেলে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরে আসেন, যা ইঙ্গিত দেয় যে তিনি বুধবার পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন। কোচ লুইস এনরিকেও আশাবাদী যে দেম্বেলে ম্যাচের জন্য প্রস্তুত থাকবেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের দিন মেডিকেল টিমের মূল্যায়নের পর নেওয়া হবে।

চলতি মৌসুমে পিএসজির হয়ে দেম্বেলে ৩৩টি গোল করেছেন এবং ২০২৫ সালে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ গোলসংখ্যার খেলোয়াড়।

ফলে পিএসজির জন্য দেম্বেলের উপস্থিতি একটি বড় পাওয়া। বিশেষ করে তারা ২০২০ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার খুব কাছে।