সানসিরোতে ইয়ামাল-লেভাদের ইন্টার পরীক্ষা

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২৫, ১২:২৯
শেয়ার :
সানসিরোতে ইয়ামাল-লেভাদের ইন্টার পরীক্ষা

সমীকরণটা খুবই সহজ যে জিতবে তারাই ফাইনালে। এরই লক্ষ্যে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালে আজ মঙ্গলবার স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন ইন্টার মিলান মুখোমুখি হচ্ছে।

এর আগে বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে প্রথম লেগের সেমিফাইনালটি ছিল বেশ জমজমাট আর উপভোগ্য। দুর্দান্ত সেই খেলা ৩-৩ গোলে শেষ হয়েছিল। আজ ইন্টারের ঘরের মাঠ সানসিরোতে আরও রোমাঞ্চকর ম্যাচ দেখার অপেক্ষায় দুই দলের সমর্থকরা। এখন দেখার অপেক্ষায় কারা যাবেন ফাইনালে।

বার্সার আক্রমণভাগ এ মুহূর্তে দুর্দান্ত খেলছে। বিশেষ করে লামিনে ইয়ামাল, দানি ওলমো, রাফিনিয়াদের নিয়ে আক্রমণভাগ ভয়ঙ্কর। তা ছাড়া পেদ্রি, ফেররান তরেসরা তো রয়েছেই। রাফিনিয়া এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। ইনজুরির কারণে আগের ম্যাচের মতো এই ম্যাচেও থাকছেন না বার্সার গোলগেটার রবার্ট লেভানডভস্কি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার আক্রমণভাগ যেন ফিরিয়ে এনেছে তাদের সোনালি অতীত। অনেক ম্যাচে প্রতিপক্ষের জালে গোলোৎসব করতে দেখা গেছে দলটিকে। আর তাতে সবচেয়ে বড় অবদান আক্রমণভাগের ওই তিন তারকার লেভানডভস্কি, রাফিনিয়া ও ইয়ামাল মিলে মোট ৮৬ গোল করেছেন।

ক্লাবটিও ছুটছে তৃতীয়বারের মতো ট্রেবল জয়ের লক্ষ্যে। ইতোমধ্যে সেই যাত্রায় প্রথম ধাপ পাড়ি দিয়েছে তারা, কোপা দেল রে শিরোপা জিতে। বাকি লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের পথেও ভালোভাবে আছে দলটি। কোচ হান্সি ফ্লিক জানিয়েছেন, এই ম্যাচে গোলবার সামলাবেন আন্দ্রে টের স্টেগান।

ইন্টার মিলানও বেশ গোছালো দল। বিশেষ করে দলটির অধিনায়ক আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ রয়েছেন দুর্দান্ত ফর্মে। প্রথম সেমিফাইনালে গোলের দেখাও পেয়েছেন এই ফরোয়ার্ড।

ওই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে আসছে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে চায় সেরিআর দলটি, সোমবার সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন ইন্টারের ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি।

বাস্তোনি বলেন, ‘আমরা ২০০ শতাংশ চেষ্টা করব। প্রতিটা খেলোয়াড়ই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলতে চায়। প্রথম লেগ থেকে আমরা শিখেছি। শেখার জন্য আমাদের ভুলগুলো নিয়ে ভাবতে হবে।’ সানসিরোয় দর্শকরা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বাস্তোনি। কঠিন মুহূর্তে সমর্থকদের পাশে চান ২৬ বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডার।

তিনি আরও যোগ করেন, ‘সমর্থকদের প্রতি অনুরোধ বার্সেলোনা যেভাবে খেলে, সেই বিবেচনায় অনেক কঠিন মুহূর্ত আসবে। সেই মুহূর্তগুলোতে আমাদের সব সমর্থকের সমর্থনের প্রয়োজন হবে। সমর্থকদের অবশ্যই উজ্জীবিত থাকতে হবে এবং আমাদের অবশ্যই শান্ত থাকতে হবে।’