বিস্ময় বালক বৈভবকে নিয়ে যে বার্তা দিলেন মোদি

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০২৫, ১৬:০১
শেয়ার :
বিস্ময় বালক বৈভবকে নিয়ে যে বার্তা দিলেন মোদি

আইপিএলের আগে থেকেই আলোচনা ছিলেন বৈভব সূর্যবংশী। এরপর ১৪ বছর বয়সী এই বিস্ময় বালককে সানরাইজার্স হায়দরাবাদ দলে নিলে হইচই পড়ে যায়। বৈভবে প্রতিটি পরতেই যেন বিস্ময় লুকিয়ে ছিল। কেননা হায়দরাবাদের হয়ে অভিষেকেই ছক্কা দিয়ে ক্যারিয়ার শুরু করেন। পরে ৩৫ বলে সেঞ্চুরির দেখাও পান।

এবার উদীয়মান এই তারকা প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বৈভবকে নিয়ে মোদি বলেন, ‘আমরা সবাই বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স দেখেছি। আইপিএলে অসাধারণ খেলছে। বিহারের ছেলে বৈভব এত অল্প বয়সেও এত বড় রেকর্ড তৈরি করেছে। অনেক পরিশ্রমের ফসল এটা। বিভিন্ন স্তরে ম্যাচ খেলার অভিজ্ঞতাও এক্ষেত্রে কাজে লেগেছে।’

বৈভব মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে একাধিক রেকর্ড গড়েছেন। তার চেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড আর কারো নেই। এ ছাড়া ইউসুফ পাঠানকে টপকে আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান করেছে বিহারের এই ক্রিকেটার। তার এই সেঞ্চুরি দেশটির ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে বলে মোদির সংযোজন, ‘যে যত বেশি খেলবে, তার তত উন্নতি হবে।’

উল্লেখ্য, সামনেই বিহারে নির্বাচন রয়েছে। অনেকের ধারণা, নির্বাচনের আগে ‘বিহারের ছেলে’ বৈভবকে নিয়ে মোদির এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ।