এক ধাপ নেমে গেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০২৫, ১৫:৪৭
শেয়ার :
এক ধাপ নেমে গেছে বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য বড় ধাক্কাই বটে। কেননা আইসিসির বাৎসরিক র‌্যাঙ্কিংয়ের হালনাগাদে ওয়েস্ট ইন্ডিজের নিচে নেমে গেছে টাইগাররা। এক ধাপ পেছনে গিয়ে বর্তমানে ১০ নম্বরে আছেন নাজমুল হোসেন শান্তরা।

আইসিসি আজ সোমবার র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে ওয়ানডেতে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। ৭৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে দলটি। তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে আগের মতোই নবম স্থানে আছে বাংলাদেশ।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা র‌্যাঙ্কিংয়ের হালনাগাদে ২০২৪ সালের মে মাস থেকে দলগুলির পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ। আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে ৫০ ভাগ করে শতকরা।

যদিও গত এক বছরে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স যাচ্ছেতাই। এই সময়ে ৫০ ওভারের সংস্করণে আট ম্যাচ খেলে কেবল একটি জিততে পেরেছে তারা।

চ্যাম্পিয়নস ট্রফিতে গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে বাংলাদেশ। এর আগে নভেম্বরে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে হারে তিন ম্যাচের সিরিজ। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে হয় হোয়াইটওয়াশ।

এদিকে গত এক বছরে ৯ ওয়ানডে খেলে ৬টিতে জেতা ওয়েস্ট ইন্ডিজের বেড়েছে ৫ রেটিং পয়েন্ট। ৮৩ পয়েন্ট নিয়ে তারা এখন নবম স্থানে। ৪ রেটিং পয়েন্ট হারিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড (৮৪)। তাদেরকে টপকে সাতে উঠেছে আফগানিস্তান (৪ পয়েন্ট বেড়ে ৯১)।

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা ঘরে তুলে শীর্ষস্থান ধরে রেখেছে। ২ পয়েন্ট বেড়ে রোহিত শার্মার দলের রেটিং পয়েন্ট এখন ১২৪। ওই টুর্নামেন্টের রানার্সআপনিউ জিল্যান্ড ১০৯ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পয়েন্টও ১০৯। তবে ভগ্নাংশের ব্যবধানে এক ধাপ নিচে নেমে এখন তিনে তারা।

শ্রীলংকা (৫ পয়েন্ট বেড়ে ১০৪) চার নম্বরে উঠে এসেছে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে পাকিস্তান (১ পয়েন্ট বেড়ে ১০৪) ও দক্ষিণ আফ্রিকা (৪ পয়েন্ট হারিয়ে ৯৬)।

ভারত (২৭১ রেটিং পয়েন্ট) টি-টোয়েন্টিতেও শীর্ষস্থান ধরে রেখেছে। তাদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১০ থেকে ৯ এ নামিয়ে এনেছে দুইয়ে থাকা অস্ট্রেলিয়া (২৬২)।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে ১০০ দলকে যুক্ত করেছে আইসিসি। গত তিন বছরে অন্তত ৮টি টি-টোয়েন্টি খেলা দলগুলোকে রাখা হয়েছে তালিকায়। ২০১৯ সালে থেকে চালু হওয়া এই সংস্করণের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে এতদিন রাখা হতো ৮০ দল।

তালিকায় তিন নম্বরে আছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ইংল্যান্ড (২৫৪)। পরের তিন স্থানে যথাক্রমে নিউজিল্যান্ড (২৪৯), ওয়েস্ট ইন্ডিজ (২৪৬) ও দক্ষিণ আফ্রিকা (২৪৫)। পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে উঠে গেছে শ্রীলংকা (২৩৫)। আটে নেমে যাওয়া পাকিস্তানের পয়েন্ট ২২৮। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম বাংলাদেশের। আর ২২৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে আফগানিস্তান।