ভারতীয় ক্রিকেটারকে খুঁজছে পুলিশ

ক্রীড়া ডেস্ক
০৫ মে ২০২৫, ১০:১৫
শেয়ার :
ভারতীয় ক্রিকেটারকে খুঁজছে পুলিশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছিলেন শিবালিক শর্মা। তার বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। ভারতের যোধপুরের কুড়ি ভগতসুনি থানায় শিবালিগের বিরুদ্ধে মামলা হয়েছে। 

রাজস্থানের এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের দাবি উঠে এসেছে মামলার এজাহারে। স্থানীয় সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে সহকারী পুলিশ কমিশনার আনন্দ সিং। তিনি জানান, অভিযোগকারী যোধপুরের কুড়ি ভগতসুনির সেক্টর ২-এর বাসিন্দা। 

স্থানীয় সংবাদমাধ্যমের খবর, শিবালিককে পুলিশ হন্যে হয়ে খুঁজছে। যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হতে পারে। অভিযুক্ত তরুণী এফআইআরে জানিয়েছেন, দুই বছর আগে বরোদা গিয়েছিলেন। সেখানেই শিবালিকের সঙ্গে পরিচয় হয় তার। এর পরও দুই জনের মধ্যে যোগাযোগ ছিল। নিয়মিত ফোনে কথাবার্তা চলত। এমনকি ২০২৩ সালের আগস্টে দুই পরিবারের সম্মতিতে বাগদানও হয় তাদের। 

অভিযুক্ত তরুণীর দাবি, বাগদানের পর যোধপুরে তাদের বাড়ি গিয়েছিলেন শিবালিক। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসও করেছেন ওই ক্রিকেটার। তা ছাড়া তারা জয়পুরসহ রাজস্থানের অনেক জায়গায় গিয়েছিলেন। তবে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় গত বছরের আগস্টে। তখন শিবালিকের মা-বাবা ওই তরুণীকে বলেন, তাদের ছেলে অন্য জায়গা থেকেও বিয়ের প্রস্তাব পাচ্ছে। তরুণীর দাবি, তাদের পরিবারের তরফে অনেক বোঝানোর চেষ্টা করা হলেও ফলপ্রসূ হয়নি।