বায়ার্নের হয়ে ক্যারিয়ারে কেইনের প্রথম শিরোপা
পেশাদার ক্যারিয়ার শুরু করেছেন ১৫ বছর, অথচ দীর্ঘ এই সময়ে কোনো শিরোপা ছিল না হ্যারি কেইনের। গোলের পর গোল দিয়েও টটেনহ্যামের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি এই ইংলিশ স্ট্রাইকার। গত মৌসুমে কেইন ভেড়েন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে। গোলবন্যা বইয়ে দিলেও ক্লাবটির হয়ে প্রথম মৌসুমে শিরোপাশূন্য ছিলেন তিনি। অবশেষে কাটল সেই গেরো।
বায়ার্নের হয়ে বুন্দেসলিগা জয়ের মাধ্যমে পেশাদার ক্যারিয়ারে প্রথম শিরোপা স্বাদ পেলেন কেইন। গতকাল রবিবার রাতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অবশ্য মাঠে নামতে হয়নি বায়ার্নকে। ফ্রেইবুর্কের বিপক্ষে বায়ার লেভারকুজেন পয়েন্ট হারানোয় দুই ম্যাচ হাতে রেখে শিরোপা জেতে ভিনসেন্ট কোম্পানির দল।
ফ্রেইবুর্কের মাঠে গতকাল ২-২ গোলে ড্র করে গতবারের চ্যাম্পিয়ন লেভারকুজেন। এর ফলে ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জাবি আলোনসোর লেভারকুজেন। সমান ম্যাচে তাদের চেয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় বায়ার্ন। আসরে বাকি আরও ২ রাউন্ড।
এবারের শিরোপা জয়ের ফলে জার্মান শীর্ষ লিগে নিজেদের অবস্থান আরও সমৃদ্ধ করল বায়ার্ন। বাভারিয়ানদের লিগ শিরোপা এখন ৩৪টি। দ্বিতীয় সর্বোচ্চ ৯টি এফসি নুরেমবার্গের। বুরুশিয়া ডর্টমুন্ডের শিরোপা ৮টি। গত মৌসুমে বায়ার্নের ১১ বছরের রাজত্ব হটিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লেভারকুজেন। এক মৌসুম পরই শিরোপা পুনরুদ্ধার করল বায়ার্ন।
বায়ার্নের আগে টটেনহ্যামের হয়ে দীর্ঘদিন খেলেও কোনো শিরোপা আদায় করতে পারেননি কেইন। ইংল্যান্ড জাতীয় দল ও ক্লাব টটেনহ্যাম হটস্পারের রেকর্ড এই গোলদাতা টটেনহ্যামে ফাইনাল হারেন তিনটি। ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগে দলটি হয় দ্বিতীয়। এছাড়া ইংল্যান্ডের হয়ে গত দুটি ইউরোর ফাইনালে হারেন তিনি। অবশেষে বায়ার্নে গিয়ে কাটল সেই গেরো।