নিউজিল্যান্ডের বিপক্ষে সোহানের নেতৃত্বে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২৫, ১৬:১১
শেয়ার :
নিউজিল্যান্ডের বিপক্ষে সোহানের নেতৃত্বে খেলবে বাংলাদেশ

তিনটি একদিনের ম্যাচ ও দুইটি চারদিনের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। গত শনিবার তিনটি একদিনের ম্যাচের প্রথম দুটির জন্য দল ঘোষণা করে বাংলাদেশ। যদিও তখন অধিনায়কের নাম জানানো হয়নি। আজ রবিবার জানা গেল অধিনায়কের নাম। 

বাংলাদেশ দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে অভিজ্ঞ নুরুল হাসান সোহানকে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পর সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় দল। তার আগের এই সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। জাতীয় দলের আশেপাশে থাকা বেশ কিছু ক্রিকেটারকে এই সিরিজে রাখা হয়েছে। 

নেতৃত্ব পাওয়া সোহান সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করেছেন। ধানমন্ডি ক্লাবের হয়ে ১১ ইনিংসে ৫৮ গড় ও ৯৩.৫৫ স্ট্রাইক রেটে ৫২২ রান করেছিলেন তিনি। লিগে ১৪ ম্যাচে ৮৭৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া এনামুল হক বিজয় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পাওয়ার পর জায়গা পেয়েছেন ‘এ’ দলেও। স্কোয়াডে আছেন ১১ ম্যাচে ৬১৮ রান করা মোহাম্মদ নাঈমও। 

নিউজিল্যান্ডের বিপক্ষে আছেন ৩ ম্যাচে ২১ উইকেট নেওয়া শরিফুল ইসলাম। যদিও মোস্তাফিজুর রহমানকে দলে রেখেও পরে সরিয়ে দেওয়া হয়েছে। জায়গা হয়েছে আরেক পেসার খালেদ আহমেদের। আগামী ৫, ৭ ও ১০ মে সিলেটে অনুষ্ঠিত হবে ওয়ানডের ম্যাচগুলো। একই ভেন্যুতে চার দিনের প্রথম ম্যাচটি শুরু হবে ১৪ মে, ২১ মে ঢাকায় হবে দ্বিতীয় ম্যাচ। 

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড: পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন পাটোয়ারি, তানভির ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রেজাউর রহমান।